এই ঘটনাই ঘটেছে। একজন আইফোনে এন্ড্রয়েড ইনষ্টল করেছেন। তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এরফলে আইফোন ব্যবহারকারীরা তাদের সেটে এন্ড্রয়েড ব্যবহার শুরু করবেন এটা ধরে নেয়ার নিশ্চয়ই কারন নেই। কথা হচ্ছে, আইফোন ব্যবহারের সময় অনেকগুলি বিধিনিশেষধ মেনে চলতে হয়। এপল যে সফটঅয়্যার ব্যবহার করার অনুমতি দেয় শুধুমাত্র সেগুলিই ব্যবহার করা যায়। আর ইচ্ছে করলেই হ্যান্ডসেটকে অন্য অপারেটরের লাইনে ব্যবহার করবেন সেটাও করা যায় না। সেক্ষেত্রে এন্ড্রয়েড তাদের জন্য হুমকি হয়ে দেখা দিতেই পারে।
কাজটি কিভাবে করা হয়েছে তার সুত্র পাবেন এখানে http://graphite.sandslott.org:4080/pub/idroid/idroid-release-0.1a.tar.bz
No comments:
Post a Comment