যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করার মত তা হচ্ছে এক্স-৫ এ ব্যবহার করা হয়েছে টিডি-এসসিডিএমএ থ্রিজি কানেকটিভিটি। এটা চীনের তৈরী নিজস্ব থ্রিজি ষ্ট্যান্ডার্ড। এক্স-৫ প্রথম সিমবিয়ান ফোন যেখানে এই কানেকটিভিটি রয়েছে। অন্যান্যদের মধ্যে রয়েছে ডুয়াল লিড ফ্লাশ, ২.৪ ইঞ্চি কিউভিজিএ টিএফটি স্ক্রীন।
সি-৫ ফোন ইউরোপে ছাড়ার কথা জানানো হয়েছে আগেই। এই মডেলে চীনের বিশেষ থ্রিজি কানেকটিভিটি যুক্ত করা হয়েছে। সেইসাথে স্ক্রীন বড় করে ২.৪ ইঞ্চি করা হয়েছে। ক্যামেরাকেও ৩ মেগাপিক্সেল থেকে বাড়িয়ে ৫ মেগাপিক্সেল করা হয়েছে। এটি পাওয়া যাবে বছরের তৃতীয়ভাগে।
স্পষ্টতই ফোনদুটি চীনের বাজারে বিক্রির জন্য তৈরী। চীনের বাইরে এই সেট বিক্রি করা হবে কিনা এখনো জানানো হয়নি।
স্পষ্টতই ফোনদুটি চীনের বাজারে বিক্রির জন্য তৈরী। চীনের বাইরে এই সেট বিক্রি করা হবে কিনা এখনো জানানো হয়নি।
No comments:
Post a Comment