গত ২২ অক্টোবরে রিলিজ দেয়া উইন্ডোজ ৭ এর বিক্রি ১০ কোটি ছাড়িয়ে গেছে। যে হারে বিক্রি হচ্ছে তা মাইক্রোসফটের আগের সব অপারেটিং সিষ্টেমতে ছাড়িয়ে গেছে। মাইক্রোসফটের হিসেবে প্রতি ১০টির মধ্যে ১টি পিসিতে উইন্ডোজ ৭ ব্যবহার করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত নতুন সার্ভিস প্যাক ছাড়া হয়নি। বিষয়টি উল্লেখ করতে হচ্ছে কারন ভিসতার ক্ষেত্রে বিক্রি বেড়েছিল সার্ভিস প্যাক ছাড়ার পর।
মাইক্রোসফটের ১০ কোটি নিশন্দেহে বড় সংখ্যা, তারপরও এটা মাইক্রোসফটের হিসেব। এরসাথে পাইরেটেড কপির ব্যবহার হিসেব করলে অনায়াসে ২ থেরেক ৩ গুন বৃদ্ধি পাবে এই সংখ্যা। নোটবুক, নেটবুকে উইন্ডোজ ৭ ইনষ্টল শুরু হলে এই সংখ্যা আরো বাড়বে সন্দেহ নেই।
মাইক্রোসফটকে রীতিমত সুদিন এনে দিয়েছে তাদের নতুন অপারেটিং সিষ্টেম।
No comments:
Post a Comment