প্রতিটি এসএলআর ক্যামেরার লেন্স লাগানোর পদ্ধতি আলাদা। লেন্স কেনার সময় দেখে নিতে হয় সেটা কোন ক্যামেরার জন্য, কিংবা লাগানোর পদ্ধতি কি। পিএল কিংবা ইএফ কিংবা এফ। বিষয়টি যদি ক্যামেরায় পরিবর্তনের ব্যবস্থা থাকে তাহলে লেন্সেই বা নয় কেন ?
একাজটিই করেছে কার্ল জিস। তাদের লেন্সের লাগানোর ব্যবস্থা পাল্টানো যায়। আপনি যদি একাধিক ব্রান্ডের ক্যামেরা ব্যবহার করেন তাহলেও এই লেন্স ব্যবহার করা যাবে সব যায়গায়। একই মান পাবেন।
কম্প্যাক্ট প্রাইম সিপি-২ নামের এই লেন্সে একটি সাধারন টি-২.১ এপারচার ব্যবহার হবে। এর টি-স্টপ আউট অব ফোকাস অবজেক্টকে দেখাবে সুন্দরভাবে। পাওয়া যাবে স্বচ্ছ ছবি।
লাস ভেগাসের মেলায় লেন্সটি এনেছে কার্ল জিস। বাজারে পাওয়া যাবে জুন ২০১০ থেকে।
No comments:
Post a Comment