এখন পর্যন্ত শুধুমাত্র আমেরিকায় এটা বিক্রি হচ্ছে। বাকি বিশ্বের জন্য বিক্রি শুরু হয়নি। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে এরসাথে ব্যবসায়িক কোন বিষয় নেই। আইপ্যাড যেন তাদের অয়্যারলেস ব্যবস্থায় কোন ক্ষতিকর প্রভাব না ফেলে সেজন্যই সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
সাধারনভাবে ইসরায়েল এবং ইউরোপে যে ব্যান্ডউইডথ ব্যবহার করা হয় ওয়াই-ফাই তারচেয়ে শক্তিশালি সিগন্যাল ব্যবহার করতে পারে। তবে ইউরোপের অনেক দেশেই একই পরিস্থিতি হলেও একমাত্র ইসরায়েল এধরনের ঘোষনা দিয়েছে।
যে আইপ্যাডগুলি আটক করা হয়েছে সেগুলি রাখার জন্য তাদের শুল্কবিভাগকে দৈনিক হারে টাকা দিতে হবে, যতক্ষন না তারা সেগুলি নিজ খরচে আমেরিকায় ফেরত পাঠায়।
No comments:
Post a Comment