এএফ-১০০ ক্যামেরার ৪/৩ ইঞ্চি সেন্সর ডেপথ অব ফিল্ড এবং ফিল্ড অব ভিউ দুদিকেই ভাল ছবি পেতে সাহায্য করবে। সেইসাথে ক্যামেরায় লেন্স পরিবর্তনের ব্যবস্থাও রাখা হচ্ছে। দাম রাখা হয়ে ৩৫মিমি মুভি ক্যামেরার তুলনায় একেবারেই কম।
এসডিএইচসি এবং এসডিএক্সসি দুধরনের কার্ড ব্যবহারে সক্ষম এই ক্যামেরায় ৬০/৫০ হার্টজ দুইই ব্যবহার করা যাবে। ১০৮০পি বা ৭২০পি তে ৬০আই, ৫০আই, ৩০পি, ২৫পি এবং ২৪পি মোডে রেকর্ড করা যাবে। এছাড়া এতে এইচডি-এসডিআই, এইচডিএমআই, টাইম কোড রেকর্ডিং, বিল্ট ইন ষ্টেরিও মাইক্রোফোন, ইউএসবি ২.০ ইত্যাদি থাকবে। দুটি এক্সটারনাল ইনপুটের ব্যবস্থাও থাকবে।
দুটি এসডিএক্সসি কার্ড স্লট ব্যবহার করে ১২ ঘন্টা পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে।
এবছরই শেষদিকে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে।
No comments:
Post a Comment