দুবছর ধরে লোকসান দিয়ে যাচ্ছিল মোবাইল ফোন নির্মাতা সনি এরিকসন। অবশেষ লাভের দেখা পেয়েছে তারা। বছরের প্রথম ৩ মাসের হিসেবে তারা লাভ করেছে ২ কোটি ইউরোর কিছু বেশি (প্রায় ৩ কোটি ডলার)। গতবছর একই সময়ে তাদের লোকসানের পরিমান ছিল প্রায় ৩০ কোটি। তাদের উচুমানের স্মার্টফোনের বিক্রি বৃদ্ধি এবং নিজেদের খরচ কমানো এই দুই মিলে অবস্থার পরিবর্তন সম্ভব হয়েছে।যদিও এই সময়ে তাদের মোট বিক্রি কমে গেছে ১৭৪ কোটি থেকে ১৪০ কোটিতে, তারপরও এরিকসন এবং সনির যৌথ এই প্রতিস্ঠানের লাভ বেড়েছে ৩০.৬ ভাগ।
সনি এরিকসন প্রধান জানিয়েছেন তাদের এক্সপেরিয়া এক্স-১০ এবং ভিভাজ ফোনের জনপ্রিয়তা বেড়েছে। সেইসাথে তাদের নিজেদের খরচ ৫৩ কোটি থেকে কমে ৪২ কোটিতে এনেছে তারা। ২০০৮ সালে তারা কর্মী ছাটাই শুরু করে এবং ৩ হাজারের বেশি কর্মীকে বাদ দেয়। বর্তমানে তাদের কর্মী সংখ্যা ৮,৪৫০ জন।
No comments:
Post a Comment