অলিম্পাসের কম্প্যাক্ট ক্যামেরা এক্সজেড-১ অনেকেরই দৃষ্টি আকর্ষন করেছে বেশকিছু কারনে। অল্প আলোতে ছবি উঠানোর জন্য এবং উচু মানের ছবি পাওয়ার জন্য এটা অত্যন্ত কার্যকর। এফ/১.৮ এপারচারের লেন্সের সাথে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করতে সক্ষম এই ক্যামেরাকে তুলনা করা যায় প্যানাসনিক এলএক্স৫, ক্যানন জি১২, নাইকন পি৭০০০ কিংবা স্যামসাং টিএল৫০০ এর সাথে।
এটা অলিম্পাসের প্রথম পকেট ক্যামেরা যেখানে তাদের মাইক্রো ফোর থার্ড সেন্সরের পেন ক্যামেরার মত জুইকো লেন্স ব্যবহার করা হয়েছে। ৪ এক্স থেকে পাওয়া যাবে ২৮-১১২ মিমি সমমানের ফোকাস।