এপল জানিয়েছে তাদের এপ ষ্টোর থেকে ডাউনলোডের সংখ্যা হাজার কোটির মাইলফলক পার হয়েছে। তাদের অত্যন্ত জনপ্রিয় স্মার্টফোন আগামীতে আরো জনপ্রিয় হবে বলে ধারনা করা হচ্ছে যখন আমেরিকার আরেকটি বড় প্রতিষ্ঠান ভেরিজোন এটা ব্যবহার শুরু করতে যাচ্ছে আগামী মাসে।
২০০৭ সালে বাজারে আসা আইফোন বিপুল পরিমান বিক্রির সাথে পরবর্তীতে আইপ্যাড যোগ হওয়ায় সফটঅয়্যারের সংখ্যাও দ্রুত বেড়েছে। বর্তমানে আইফোন, আইপ্যাড এবং আইপড টাচে ব্যবহারযোগ্য সফঅয়্যার রয়েছে সাড়ে ৩ লক্ষের বেশি।
এপল জানিয়েছে হাজার কোটিতম ডাউনলোডকারীকে তারা ১০ হাজার ডলারের উপহার দেবে। এই ভাগ্যবান ব্যক্তি হচ্ছেন বৃটেনের গেইল ডেভিস। তিনি বিনামুল্যের গেম পেপার গ্লাইডার ডাউনলোড করেছেন।
No comments:
Post a Comment