শুরুতে বহুদিন পর্যন্ত ল্যাপটপের স্ক্রিন ছিল একরঙা। বর্তমানে সবই রঙিন। এমনকি থ্রিডিও বাজারে আসতে শুরু করেছে। কিন্তু পেছনের দিক ? সেটা নির্দিষ্ট রঙের। কখনো কখনো সেখানে ডিজাইন করা থাকতে পারে, তারপরও সেটা সেই নিদিষ্ট রঙেরই। তোসিবা মনে করছে সেখানেও পরিবর্তন আনা প্রয়োজন। তাদের ডাইনাবুক কসমিও টি৭৫০ মডেল নিজে থেকেই রঙ পাল্টাবে উল্টোদিকেরও।
তারা জানিয়েছে এজন্য এতে রঙ ব্যবহার করা হয়নি, বরং অনেকগুলি ফিল্মের স্তর ব্যবহার করে এই ব্যবস্থা আনা হয়েছে। বাইরের আলো পরিবর্তনের সাথেসাথে এর রঙ পাল্টে যাবে।
এতে রয়েছে ২.৬৬ গিগাহার্টজ ইন্টেল কোর আই-৫ প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআর-৩ মেমোরী, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে।
No comments:
Post a Comment