লুমিক্স সিরিজের ২টি নতুন পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা বাজারে আনছে প্যানাসনিক। অবাক হতেই পারেন কারন কিছুদিন আগে কনজুমার ইলেকট্রনিক্স শোতে আনা হয়েছে ৮টি ক্যামেরা, এরপর দুটি পকেট সুপারজুম ক্যামেরা টিজেড২০ এবং টিজেড১৮ (জেডএস১০ এবং জেডএস৮) এর কথাও জানানো হয়েছে। সাথে এই ২টি।
ডিএমসি-এফএক্স৭৮ মডেলে রয়েছে ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং ব্যবস্থা। লেইকা ২৪ মিমি ওয়াইড এঙ্গেল লেন্স, ১২.১ মেগাপিক্সেল সেন্সর, ৩.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। টাচস্ক্রিন ব্যবহার করে অটোফোকাস, জুম, প্লেব্যাক সবকাজ করা যাবে। এছাড়া এতে থ্রিডি ফটো মোড রয়েছে।
৩টি ভিন্ন ভিন্ন রঙে মার্চে পাওয়া যাবে এই ক্যামেরা। দাম এখনো জানানো হয়নি।
১২.১ মেগাপিক্সেল টিএস৩ মডেলটি ঘাতসহ। পুরোপুরি ওয়াটারপ্রুফ, শকপ্রুফ, ফ্রিজপ্রুফ এবং ডাষ্টপ্রুফ। এতেও ফুল হাই ডেফিনিশন ভিডিও করা যাবে, থ্রিডি ফটো মোড রয়েছে। এর লেন্স ২৮মিমি। এটাও মার্চে পাওয়া যাবে। এরও দাম জানানো হয়নি।
No comments:
Post a Comment