রোক্সিও ভিডিও ল্যাব এইচডি নামে ভিডিও ক্যাপচার, এডিটিং এবং শেয়ারের একটি সফটঅয়্যার প্যাকেজ বাজারে এনেছে যেখানে থ্রিডি ভিডিও এডিট করা যাবে। বর্তমানের থ্রিডি ক্যামেরার ষ্টেরিওস্কোপিক কন্টেন্ট সরাসরি ব্যবহার করা যাবে এতে। এছাড়া টুডি হাই ডেফিনিশন ভিডিও এডিট করা ছাড়াও টুডিকে থ্রিডিতে পরিনত করা যাবে এই সফটঅয়্যারের মাধ্যমে।
বর্তমানের প্রচলিত ভিডিও এডিটিং এর মত একই পদ্ধতিতে ব্যবহারকারী নিজেই থ্রিডি ভিডিও এডিক করার সুযোগ পাবেন এতে। পছন্দের যাকিছু টুডি ভিডিও রয়েছে সেগুলিকে থ্রিডিতে রুপান্তর করার সুযোগও পাবেন।
এডিটিং এর জন্য ৩২ ট্রাক টাইমলাইন ব্যবহারের ব্যবস্থা রয়েছে এতে। থ্রিডি ট্রানজিশন, স্পেশাল ইফেক্ট ইত্যাদি রয়েছে। এডিট করার পর ডিভিডি-ব্লুরে ডিস্ক তৈরী করা যাবে এর ভেতর থেকেই। কিংবা ইউটিউবে আপলোড করা যাবে।
সফটঅয়্যারটি ইউন্ডোজ ৭ এর সাথে কাজ করবে। দাম ৭০ ডলার।
No comments:
Post a Comment