গুগল যখন যাত্রা শুরু করে তখন তিন প্রতিষ্ঠাতার মধ্যে কথা ছিল তারা আগামী ২০ বছর একসাথে থাকবেন। বাস্তবে সেটা হয়নি। গুগলের সিইও এবং প্রতিস্ঠাতা এরিক সরে যাচ্ছেন তার পদ থেকে। তার যায়গায় আসছেন আরেক প্রতিস্ঠাতা ল্যারী পেজ। এরিককে গুগল ১০ কোটি ডলারের সম্পদ দিচ্ছে তার বিদায়ে।
তিন প্রতিস্ঠাতা এরিক, পেজ এবং ব্রিন তিনজনেই বছরে ১ ডলার করে বেতন নেন গুগল থেকে। অবশ্য অংশিদার হিসেবে তিনজনই আয়ের ভাগ পান।
গুগল প্রধান পদ থেকে সরে যাওয়া ৫৫ বছর বয়সি এরিক স্মিট গুগলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। ৩৭ বয়সি পেজ সিইও হিসেবে দায়িত্ব বুঝে নেবেন ২ ফেব্রুয়ারী।
No comments:
Post a Comment