বিশ্বের প্রথম ১২৮ গিগাবাইট প্রফেশনাল এসডিএক্সসি কার্ডের কথা জানিয়েছে মেমোরী নির্মাতা লেক্সার। এই কার্ড ১৩৩এক্স গতিতে কাজ করবে। মুলত ফটোগ্রাফার-ভিডিওগ্রাফাররা ক্যামেরায় এই ক্যার্ড ব্যবহার করেন। দ্রুতগতি এবং বেশি ধারনক্ষমতার কারনে ফুল হাইডেফিনিশন ভিডিও রেকর্ড করা আরো সহজ হবে। ১২৮ গিগাবাইট ছাড়াও ৬৪ গিগাবাইট মডেলও পাওয়া যাবে।
কার্ডগুলি এবছরের মার্চের মধ্যেই বাজারে বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে। ১২৮ গিগাবাইটের দাম ৭০০ ডলার, ৬৪ গিগাবাইটের দাম ৪০০ ডলার।
No comments:
Post a Comment