মাইক্রোপ্রসেসর নির্মাতা এএমডি গ্রাফিক্স প্রসেসর নির্মাতা এটিআইকে কিনেছে বছর চারেক আগে ৫৪০ কোটি ডলারে। তখন থেকেই জল্পনা চলছিল মাইক্রোপ্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসরের মিলন ঘটতে যাচ্ছে। অবশেষে সেটা বাস্তব হতে যাচ্ছে। এএমডি প্রথম সিপিইউ/জিপিইউ ফিউশন চিপ তৈরী করেছে। তাদের কথায়, এটা প্রসেসর হিসেবে যেমন ভাল কাজ করবে তেমনি গ্রাফিক্সে হিসেবে ডিরেক্টএক্স ১১, ফুল এইচডি প্রসেসিং এসব কাজ করবে দক্ষতার সাথে। শক্তি ব্যবহার করবে কম, ফলে ব্যাটারী লাইফ পাওয়া যাবে ১০ ঘন্টার বেশি।
দুটি বিভাগে মোট ৪টি এধরনের চিপ তৈরী করা হয়েছে। ববক্যাট কোর নামের এই চিপগুলি হচ্ছে ১.৬ গিগাহার্টজ ডুয়াল কোর ই-৩৫০, ১.৫ গিগাহার্টজ ই-২৪০, ১ গিগাহার্টজ ডুয়াল কোর সি-৫০ এবং ১.২ গিগাহার্টজ সিংগেল কোর সি-৩০। এবছরই ৪-কোর প্রসেসর বাজারে আসার কথা। এগুলিকে ল্যাপটপের ক্ষেত্রে ইন্টেলের এটম প্রসেসরের জন্য এগুলিকে বড় ধরনের হুমকি বলে মনে করা হচ্ছে।
এরই মধ্যে লেনোভো এবং এইচপি এগুলি ব্যবহার করে ল্যাপটপ তৈরীর ঘোষনা দিয়েছে। এএমডির মতে, ৪০ বছর আগে ৮৬ সিরিজের প্রসেসর তৈরীর পর এটা প্রযুক্তির সবচেয়ে বড় ধরনের পরিবর্তন।
ল্যাপটপের ক্ষেত্রে দ্রুতই বড় ধরনের পরিবর্তন আসা নিশ্চিত করেছে এই প্রসেসর।
No comments:
Post a Comment