বছরের শুরুতেই ২৯টি নতুন প্রসেসর এর ঘোষনা দিয়েছে বিশ্বের প্রধান চিপ নির্মাতা ইন্টেল। কোর আই-৩, আই-৫ এবং আই-৭ এর দ্বিতীয় প্রজন্মের এই চিপগুলি ৩২ ন্যানোমিটার পদ্ধতিতে তৈরী। এগুলিতে কর্মদক্ষতা বাড়ার পাশাপাশি শক্তি ব্যবহারে সাশ্রয়ী হবে বলে জানানো হয়েছে।
নতুন প্রসেসরগুলিতে বিল্টইন এইচডি ২০০০/৩০০০ গ্রাফিক্স থাকবে। আগের প্রসেসর থেকে গ্রাফিক্স পারফরমেন্স পাওয়া যাবে দ্বিগুন। তারপরও এটা পৃথক গ্রাফিক্স প্রসেসরের মানে না গেলেও প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে এগুলি গেমের জন্য যথেষ্ট শক্তিশালী।
এতে টারবো বুষ্ট প্রযুক্তির উন্নতি করা হয়েছে। ২.৮ গিগাহার্টজ কোর আই৭ প্রসেসর এখন ৩.৮ গিগাহার্টজ ব্যবহার করতে পারবে।
ইণ্টেলের আশা এই প্রসেসরগুলি ব্যবহার করে এবছর অন্তত ৫০০টি নতুন কম্পিউটার বাজারে আসবে। কাজেই যদি নতুন কম্পিউটার কিনতে চান কিংবা আপগ্রেড করতে চান তাহলে অনেককিছু খোজ নেয়ার আছে।
No comments:
Post a Comment