পে-পলের প্রধান ওসামা বেদিয়ার নিজের পদ থেকে সরে দাড়িয়েছেন। তার চলে যাওয়া হয়ত পে-পলের ততটা মাথাব্যথার কারন না যতটা তার পরবর্তী কর্মস্থান। বেদিয়ার যোগ দিয়েছেন গুগলে। পে-পল এবং গুগল দুজনেই পরবর্তী প্রজন্মের অর্থ লেনদেনের পদ্ধতি নিয়ে প্রতিদ্বন্দি।
বেদিয়ার পে-পলে কাজ করেছেন ৮ বছর। নিজেদের ভেতর থেকেই ম্যাথিউ ম্যাঞ্জেরিংক নামের ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আরেকজনকে বেদিয়ারের যায়গায় আনা হয়েছে। তার বক্তব্য, বেদিয়ার কি করছে জানা গেলে আমরা সাথেসাথে সেকাজ করব।
No comments:
Post a Comment