গত অক্টোবরে বাজারে আসার পর প্রথম ৩ মাসে মাইক্রোসফটের মোবাইল ফোন সফটঅয়্যার উইন্ডোজ ফোন বিক্রি হয়েছে ২০ লক্ষ। এই পরিমান এপলের আইফোন কিংবা গুগলের এন্ড্রয়েড থেকে অনেক কম হলেও নতুন সফটঅয়্যার হিসেবে উল্লেখযোগ্য।
বিশ্বের ১ নম্বর সফটঅয়্যার নির্মাতা এই প্রযুক্তি নিয়ে চুক্তি করেছে স্যামসাং, এলজি এবং এইচটিসির সাথে। তারা জানাচ্ছেন বর্তমানে ডাউনলোডের জন্য সাড়ে ৬ হাজার সফটঅয়্যার রয়েছে তাদের কাছে।
কদিন আগে এপল জানিয়েছে তারা বছরের শেষ ৩ মাসে বিক্রি করেছে ১ কোটি ৬২ লক্ষ আইফোন। ব্লাকবেরি কানাডিয় নির্মাতা রিসার্চ ইন মোশন জানিয়েছে তাদের ব্লাকবেরির বিক্রির পরিমান ১ কোটি ৪২ লক্ষ। আর গুগল জানিয়েছে তাদের দৈনিক বিক্রি ৩ লক্ষ। সে হিসেবে প্রতিমাসে তাদের বিক্রি ৯০ লক্ষ।
No comments:
Post a Comment