প্লাগইন নির্মাতা একেভিস তাদের ফটোশপ প্লাগইন ন্যাচার আর্ট এর ভার্শন আপগ্রেড করে ভার্শন ২.০ রিলিজ দিয়েছে। রেইন, ওয়াটার, লাইটনিং, ক্লাউড, ফায়ার এবং সান ইফেক্টের সাথে ফ্রষ্ট নামে নতুন একটি ইফেক্ট যোগ করা হয়েছে নতুন ভার্শনে।
ন্যাচার আর্ট ব্যবহার করে ছবির পরিবেশ পাল্টে দেয়া যায়। দিনের আলো কিংবা রাত, বাদলা দিন কিংবা ঝকঝকে রোদ এক থেকে অন্যতে রুপান্তর করা যায় এটা ব্যবহার করে।
তাদের ওয়েবসাইট থেকে ১০ দিন ব্যবহারযোগ্য বিনামুল্যের ভার্শন ডাউনলোড করা যাবে। যারা আগের ভার্শন ব্যবহার করছেন তারা বিনামুল্যে আপগ্রেড করার সুযোগ পাবেন। আর নতুন লাইসেন্সের দাম ৭২ ডলার।
ডাউনলোডের জন্য ওয়েবসাইট www.akvis.com/en/natureart/download-nature-effects.php

No comments:
Post a Comment