এএমডি-র ফিউসন প্রসেসর অবশেষে বাস্তবে ব্যবহার করা হচ্ছে। ফুজিতসুর লাইফবুক পিএইচ৫০/সি নোটবুক তৈরীতে ব্যবহার করা হয়েছে মাইক্রোপ্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসরের মিলিত এই চিপ। কম্পিউটারের অন্যান্য সবকিছুও আগ্রহ সৃষ্টি করার জন্য যথেষ্ট। ১.৬ গিগাহার্টজ ডুয়াল কোর ই-৩৫০ এপিইউ (এক্সিলারেটেড প্রসেসিং ইউনিট), রেডঅন এইচডি ৬৩১০ গ্রাফিক্স, ২ গিগাবাইট র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ইথারনেট, ওয়াই-ফাই, ইউন্ডোজ ৭ হোম প্রিমিয়াম (৬৪ বিট) এবং সাড়ে ৭ ঘন্টার ব্যাটারী। পাতলা আকারের এই নোটবুকের ডিসপ্লে ১১.৬ ইঞ্চি।
যারা ইন্টেলের স্যান্ডি ব্রিজ প্রসেসরের কথা ভাবছেন তাদের জন্য খবর, তাদের পিএইচ৭৪/সি মডেলে রয়েছে কোর আই৩ ২৩১০এম প্রসেসর। সাথে বিল্টইন ওয়াইম্যাক্স মডিউল।
এটা শুধুমাত্র জাপানের বাজারের জন্য তৈরী হলেও এর বাইরে সম্ভবত অন্য নামে বিক্রি হবে। এবছর মার্চের মধ্যেই এটা বাজারে পাওয়া যাবে। এখনও দাম জানানো হয়নি তবে ধারনা করা হচ্ছে ৮০০ ডলারের কাছাকাছি।
No comments:
Post a Comment