মাসছয়েক আগে আমাজন জানিয়েছিল তাদের ই-বুক রিডার কিন্ডলের বইয়ের বিক্রি বোর্ডবাধাই বই থেকে বেশি। এখন জানাচ্ছে বিক্রি বেড়ে জনপ্রিয় পেপারব্যাককেও ছাড়িয়ে গেছে। প্রতি ১০০ পেপারব্যাক এর তুলনায় কিন্ডলে এডিসন বিক্রি হয় ১১৫ কপি।
আমাজন জানিয়েছে এই হিসেবে তারা বিনামুল্যের বই অন্তর্ভুক্ত করেনি। কি পরিমান কিন্ডলে রিডার বিক্রি করেছে সেকথা সবসময়ই গোপন রাখা হয়।
বর্তমানে ৮ লক্ষের বেশি ই-বুক রয়েছে কিন্ডলের জন্য। নির্দিষ্ট বই পড়ার জন্য তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হয়। ই-বুকের দাম ছাপা বইয়ের তুলনায় অনেক কম হওয়ায় অনেকেই এগুলি বেশি পছন্দ করেন।
No comments:
Post a Comment