কনজুমার ইলেকট্রনিক্স শোতে সনি নতুন একটি সাইবার শট ক্যামেরা এনেছে যেখানে ১৯২০-১০৮০/৬০পি রেজ্যুলুশনের ভিডিও করা যাবে এবং থ্রিডি ষ্টিল ইমেজ, থ্রিডি সুইপ প্যানোরমা ছবি উঠানো যাবে। সাইবারশট টিএক্স১০০ভি নামের এই ক্যামেরা একই সময়ে ভিডিও এবং ছবি উঠাতে সক্ষম।
তাদের অন্যান্য নতুন মডেলগুলি হচ্ছে টিএক্স১০ (ওয়াটারপ্রুফ), এইচএক্স৭ভি, ডব্লিউএক্স১০ এবং ডব্লিউএক্স৯। সবগুলিতেই ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যায়। এদের মধ্যে টিএক্স১০০ভি তাদের প্রথম ক্যামেরা যেখানে ৩.৫ ইঞ্চি ওলিড টাচস্ক্রিন রয়েছে।
সবগুলি ক্যামেরাতেই রয়েছে ১৬.২ মেগাপিক্সেল এক্সমোর-আর ব্যাক-ইল্যুমিনেটেড সিমোস সেন্সর। ক্যামেরাগুলি নিজে থেকেই সঠিক সিন মোড সিলেক্ট করতে পারে। দ্রুত ৬টি পর্যন্ত ছবি উঠিয়ে সেগুলিকে একত্রিত করে উন্নত মানের ছবি দিতে পারে। এছাড়া টিএক্স১০০ভি মডেলে ৩৬টি সিন মোড রয়েছে। এইচএক্স৭ভি মডেলে জিপিএস এবং কম্পাস। এছাড়া ১০এক্স জুম লেন্সও রয়েছে এই মডেলে।
ক্যামেরাগুলির দাম : টিএক্স১০০ভি – ৩৮০ ডলার, টিএক্স১০ – ৩৩০ ডলার, এইচএক্স৭ভি – ৩০০ ডলার, ডব্লিউএক্স১০ – ২৮০ ডলার এবং ডব্লিউএক্স৯ ২২০ ডলার।
এমাসেই ক্যামেরাগুলির অনলাইন অর্ডার নেয়া শুরু হবে এবং মার্চে দোকানে পাওয়া যাবে।
No comments:
Post a Comment