বার্সেলোনার ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস এর সময় দ্রুত এগিয়ে আসছে। অন্যদিকে নোকিয়ার সর্বশেষ মোবাইল ফোন এন-৯ নিয়ে জল্পনাও তত বাড়ছে। দুটি বিষয়কে একসাথে করে বলা হচ্ছে মেলায় দেখা যাবে নোকিয়ার সবচেয়ে শক্তিশালি এই স্মার্টফোন। প্রথমবারের মত নোকিয়া ব্যবহার করছে ১.২ গিগাহার্টজ প্রসেসর।
কোন কোন সুত্র জানাচ্ছে এতে ব্যবহার করা হয়েছে এটম প্রসেসর। এছাড়া এন৮ এর মত ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে। আর এর সম্পর্কে সবচেয়ে আকর্ষনীয় প্রচারনা হচ্ছে এতে এলটিই (ফোরজি) কানেকটিভিটি রয়েছে।
মেলা শুরু হবে ১ মাসেরও কম সময়ে।
No comments:
Post a Comment