গুগলের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের স্মার্টফোনে একটি ভাইরাসের আক্রমন বিস্তারলাভ করছে। মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞরা জানাচ্ছেন চীনে পাওয়া এই ভাইরাস মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে রিমোট সার্ভারে পাঠাতে পারে। লুকআউট মোবাইল সিকিউরিটির মতে এটা তাদের দেখা সবচেয়ে জটিল এন্ড্রয়েড ভাইরাস।
ব্যবহারকারীর মোবাইল সেটে ইনষ্টল হওয়ার পর রিমোট সার্ভার থেকে নির্দেশ ব্যবহার করে। ফলে সেখান থেকে ওই ফোনের ওপর কর্তৃত্ব করা যায়। ব্যবহারকারীর পক্ষে এর অস্তিত্ব জানা কঠিন।
এটা কি কারনে তৈরী করা হয়েছে বিষয়টি নিশ্চিত না। বিজ্ঞাপন প্রচারের জন্য হতে পারে বলে ধারনা করা হয়েছে। চীন থেকে যারা এন্ড্রয়েড সফটঅয়্যার ডাউনলোড করেছেন তাদের ক্ষেত্রে এই আক্রমনের ঘটনা দেখা গেছে। আক্রমনের তালিকায় রয়েছে চায়না অফ মাংকি ২, সেক্স পজিশনস, প্রেসিডেন্ট ভার্সাস এলিয়েনস, সিটি ডিফেন্স, বেসবল সুপাষ্টার ২০১০ ইত্যাদি সফটঅয়্যার।
লক্ষনীয় বিষয় হচ্ছে ভাইরাস তালিকার এই গেমগুলি গুগলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তাতে ভাইরাস পাওয়া যায়নি।
No comments:
Post a Comment