মোবাইল ফোনে মাইক্রো ইউএসবি চার্জিং ব্যবস্থা বাজারে চালু হয়েছে বছরখানেক আগে। কিছু কিছু মোবাইল কোম্পানী এই ব্যবস্থা ব্যবহার করলেও এখনও অনেকে ভিন্ন ভিন্ন ধরনের চার্জার সরবরাহ করে। গত জুনে ইউরোপীয় ইউনিয়ন সব মোবাইলে এই চার্জার ব্যবহারের ঘোষনা দিয়েছিল। অধিকাংশ বড় কোম্পানী এই চুক্তিতে সম্মতি দিয়েছে। ২০১১ এর শুরু থেকে এধরনের ব্যবস্থা নিশ্চিত হচ্ছে।
এই চুক্তির মধ্যে রয়েছে নোকিয়া, এপল, স্যামসাং, এলজি, সনি এরিকসন, মটোরোলা সহ অন্যান্য বড় কোম্পানী। অর্থাত ইউরোপে তাদের ফোন কিনলে সেটা নিশ্চিতভাবেই মাইক্রো ইউএসবি থেকে চার্জ করা যাবে।
অনেকে বলছেন শুধু ইউরোপেই না, সারা বিশ্বেরই এই ব্যবস্থা চালু করা প্রয়োজন। কোথাও যাওয়ার সময় নির্দিষ্ট ফোনের চার্জার বহন করার ঝামেলাই শুধু না, মডেল পরিবর্তনের কারনে বছরে যে পরিমান চার্জার বাতিল হয় তার পরিমান ৪ হাজার টন। পরিবেশের জন্য এধরনের বাতিল জিনিষ রীতিমত হুমকি।
No comments:
Post a Comment