নাইকনের কমদামী এসএলআর ক্যামেরা ডি৩১০০ এবং প্রজেক্টরসহ কম্প্যাক্ট ক্যামেরা কুলপিক্স এস১১০০পিজে জার্মানীর আইএফ প্রোডাক্ট ডিজাইন পুরস্কার পেয়েছে। হ্যানোভারের ইন্টারনাশনাল ফোরাম ডিজাইন (আইএফ) এর পৃষ্ঠপোষক। ১৯৫৩ সাল থেকে তারা উন্নত ডিজাইনের জন্য এই পুরস্কার দেয়। এবছর ৪৩টি দেশের ২৭৫৬ টি পন্য বিবেচনায় আনা হয়েছে। পরস্কার দেয়া হয়েছে মোট ৯৯৩ পন্যকে। পুরস্কারের জন্য বিবেচনার বিষয় হচ্ছে ডিজাইনের মান, কাজের মান, নতুনত্ব, সহজ ব্যবহার এবং পরিবেশের ওপর প্রভাব।
১৪.২ মেগাপিক্সেল ডি৩১০০ সম্প্রতি বাজারে আসা নাইকনের সবচেয়ে কমদামের এসএলআর ক্যামেরা। ডি৩০০০ এর পরবর্তী এই মডেলে ডিএক্স-ফরম্যাটের সিমোস সেন্সরে ফুল হাই ডেফিনিশন ভিডিও সুবিধে যোগ করা হয়েছে। এছাড়া লাইভ ভিউ যোগ করা হয়েছে। আকারে ছোট হলেও খুব উচুমানের ছবি পাওয়া যায় এই ক্যামেরা থেকে।
১৪.২ মেগাপিক্সেল কুলপিক্স ১১০০পিজে ক্যামেরাকে প্রজেক্টর হিসেবে ব্যবহার করা যায়। শুধু ক্যামেরার ছবি কিংবা ভিডিও না, কম্পিউটারের সাথে লাগিয়ে ডিজিটাল প্রজেক্টর হিসেবে ব্যবহার করা যাবে এই ক্যামেরা।
No comments:
Post a Comment