February 28, 2010
সিগমার পরিবর্তিত ওয়েবসাইট Sigma launches interactive website with lens finder
লেন্স এবং ক্যামেরা নির্মাতা সিগমা তাদের ওয়েবসাইটকে নতুনভাবে সাজিয়েছে। একে দেখতে আগের চেয়ে আকর্ষনীয় করা হয়েছে, সেইসাথে ব্যবহারকারী যেন সহজে পছন্দের লেন্স খুজে বের করতে পারেন সেজন্য লেন্স ফাইন্ডার নামে ইন্টারএকটিভ অপশন যোগ করা হয়েছে। এছাড়া সোস্যাল মিডিয়া শেয়ারিং টুল যোগ করা হয়েছে।
February 27, 2010
নাইকন কুলপিক্স এস-২২০ সবচেয়ে বেশি বিক্রিত ক্যামেরা Nikon Coolpix S220 Europe’s best-selling digital camera
২০০৯ সালে ইউরোপে ক্যামেরা বিক্রির তালিকার শীর্ষে অবস্থান করছে নাইকনের কুলপিক্স এস-২২০ মডেলের কমপ্যাক্ট ক্যামেরা। জার্মানীর বাজার পর্যবেক্ষন সংস্থা জিএফকে এই তথ্য দিয়েছে। এই ক্যামেরা বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৭ লক্ষ।
নাইকন এই তথ্যের প্রেক্ষিতে জানিয়েছে তারা এই ক্যামেরা ডিজাইন করার সময় মান এবং ডিজাইন দুদিকেই দৃষ্টি দিয়েছেন। অল্প দামের মধ্যে এই ক্যামেরাটি আকারে ছোট, দেখতে আকর্ষনীয় এবং এর ছবির মান ভাল।
স্যামসাং এনএক্স এর জন্য নোভোফ্লেক্স এর এডাপটার Novoflex shows adapters for Samsung NX
জার্মানীর কোম্পানী নোভোফ্লেক্স স্যামসাং এর মাইক্রো ফোরথার্ড এনএক্স ক্যামেরার জন্য বেশকিছু এডাপটার প্রদর্শন করেছে। এর সাহায্যে বিভিন্ন কোম্পানীর লেন্স ব্যবহার করা যাবে এনএক্স ক্যামেরায়। এই তালিকায় রয়েছে নাইকন, ক্যানন, মিনোল্টা, সনি আলফা, লেইকা, পেনট্যাক্স কে, অলিম্পাস, এম৪২, টি২ ইত্যাদি।
নাইকন এফ মাউন্ট এডাপটারে এপারচার কন্ট্রোল রিং থাকবে। এগুলি কখন পাওয়া যাবে কিংবা দাম কত হবে এখনও জানানো হয়নি।
সৌরশক্তি চালিত ফোন NTT Docomo waterproof solar phone
সৌরশক্তি ব্যবহার করে এমন মোবাইল ফোন আগেও তৈরী হয়েছে। জাপানের এনটিটি ডোকোমো তাকে আরেকধাপ সামনে নিয়ে গেছে। তাদের ওয়াটারপ্রুফ-সোলার মোবাইল ফোন দেখতে সুন্দর এবং কাজের দিক থেকে অনন্য। মাত্র ৮ মিনিট সুর্য্যের আলেতে রাখলে ১ মিনিট কথা বলার মত চার্জ পাওয়া যায় এই ফোনে। চার্জ করার খরচ যেমন নেই তেমনি পরিবেশের জন্যও সহায়ক। এছাড়া প্রয়োজনে ইলেকট্রিসিটি ব্যবহার করেও চার্জ করা যাবে।
নোকিয়া অভি ম্যাপ ৩.০৪ Nokia Ovi Maps 3.04 Beta for Mobile released
মাসখানেক আগে নোকিয়া মোবাইল ফোনের জন্য বিনামুল্যের অভি ম্যাপের ব্যবহারের ঘোষনা দেয়ার পর থেকেই এর ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। তারা এর নতুন ভার্শনের কথা জানিয়েছে। নোকিয়া বেটা ল্যাব ওয়েবসাইট থেকে থেকে এই ভার্শন ডাউনলোড করা যাবে। নতুন ভার্শনে নির্দিষ্ট যায়গা দ্রুত এবং নিখুতভাবে বের করার সুবিধার কথা বলা হয়েছে। এছাড়া জুম করা যাবে দ্রুত এবং শহর পর্যায় পর্যন্ত জুম আউট ব্যবহার করা যাবে।
আগের ভার্শন থেকে খুব নতুন কিছু হয়ত চোখে পড়বে না। মানুষের সাধারন প্রবনতা হচ্ছে নতুন ভার্শন দেখলে সেটাই ব্যবহার করা।
February 26, 2010
ই-বুক রিডারের জগতে নিনটেনডো Nintendo Enters E-Reader Market
ভিডিও গেম নির্মাতা নিনটেনডো ভিডিও গেমের জন্যই পরিচিত। তারা নতুন কয়েকটি পণ্যের ঘোষনা দিয়েছে যারমধ্যে রয়েছে তাদের ই-বুক রিডার। ডিএসআই-এক্সএল নামের এবং ১৯০ ডলার দামের এই রিডারটি বাজারে আসার কথা ২৮ মার্চ।
হুয়াই থ্রিজি মোবাইল ফোন Huawei 3G cell phones
সারা বিশ্বেই থ্রিজির ব্যবহার বাড়ছে, নতুন নতুন দেশ এই প্রযুক্ততে যোগ দিচ্ছে। চালু হয়েছে চীনে। আগামীতে বাংলাদেশ, ভারতেও চালু হতে যাচ্ছে থ্রিজি। ব্যবহারকারীদের জন্য বিশ্বে উচুমানের থ্রিজি মোবাইল ফোনের অভাব নেই। যদি কমদামের মধ্যে থ্রিজি মোবাইল সেটের খোজ করা হয় তাহলে সংকটে পরতে হয়। এদিকটায় মোটেই গুরুত্ব দেয়া হয়নি। ঠিক একাজটিই করছে হুয়াই। সাধারনের সাধ্যের মধ্যে থ্রিজিসহ স্মার্টফোন আনছে তারা।
জি-মেইলে ৬টি নতুন ফিচার Six new features you will find in Gmail
February 25, 2010
আপত্তিকর ভিডিও সময়মত না সরানোয় গুগলের ৩ জন অভিযুক্ত Italy convicts 3 Google execs in abuse video case
ইতালীর এক আদালত গুগলের ৩ জন কর্মীকে অভিযুক্ত করেছে তাদের সাইট থেকে আপত্তিকর একটি ভিডিও সময়মত না সরানোর দায়ে। বিচারক আলফ্রেডো রোব্লেডো বলেছেন কারো ব্যক্তিগত পরিচিতি তার ব্যক্তিগত সম্পদ যার অবমুল্যায়ন করা যায় না। আর এই রায়ের প্রতিক্রিয়ার আমেরিকা থেকে জানানো হয়েছে এটা মুক্ত ইন্টারনেট ব্যবস্থার পরিপন্থি।
স্যামসাং এনএক্স ক্যামেরার এর নতুন লেন্স 5 New Samsung NX Lenses
স্যামসাং তাদের এনএক্স সিষ্টেম ক্যামেরার জন্য কয়েকটি লেন্সের ঘোষনা দিয়েছে। এর মধ্যে সাধারন জুম লেন্স ১৮-৫৫ থেকে শুরু করে টেলিজুম ৫০-২০০, প্যানকেক ৩০ মিমি লেন্স রয়েছে। কনজুমার ইলেকট্রনিক্স শোতে যাত্রা শুরু করেছে এই ক্যামেরা এবং ২০১০ সালের মধ্যেই আরো ৫টি লেন্স বাজারে আসবে বলে জানানো হয়েছে। এরফলে বছরশেষে এই ক্যামেরার লেন্সের সংখ্যা দাড়াবে ৮-এ।
এনভিডিয়া জিফোর্স ৩০০ সিরিজ NVIDIA launches GeForce 300 series cards
কম্পিউটার গেমারদের জন্য উন্নতমানের ৩০০ সিরিজের কার্ড বিক্রি শুরু করেছে এনভিডিয়া। এই সিরিজে ৫টি নতুন মডেল রয়েছে। এরমধ্যে রয়েছে উচুমানের জিটি-৩৪০, জিটি-৩০০, জিটি-৩২০ এবং কমদামের মধ্যে জিটি-৩১৫ এবং জিটি-৩১০।
ভারতের থ্রিজি পিছিয়ে গেছে India’s 3G Auction Rescheduled to April
ভারতের থ্রিজি এবং ওয়াইম্যাক্সের লাইসেন্স দেয়ার নিলাম ৩ বার পেছানোর পর এখন এপ্রিলের ৯ তারিখে নেয়া হয়েছে। এজন্য ২৫ ফেব্রুয়ারী টেন্ডার ডাকার কথা যা জমা দেয়া যাবে মার্চের ১৯ তারিখ পর্যন্ত। বেশকিছু ভারতীয় এবং বহুজাতিক সংস্থা এবিষয়ে আগ্রহ দেখিয়েছে।
February 24, 2010
এন্ড্রয়েডের জন্য গুগল আর্থ Google Earth now available for Android 2.1
বর্তমানে প্রায় সব ধরনের মোবাইল ফোনেই গুগল ম্যাপ ব্যবহার করা যায় কিন্তু গুগল আর্থ ব্যবহার সেতুলনায় বিরল। আইফোন ব্যবহারকারীরা বেশকিছুদিন ধরেই এটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এখন এন্ড্রয়েড ভিত্তিক গুগল ফোনেও এটা ব্যবহার করা যাবে। গুগল মার্কেটে তাদের নেক্সাস ওয়ানের সাথে ব্যবহারের জন্য এটা দেয়া হচ্ছে।
গুগল আর্থ ডেস্কটপ ভার্শনে যাকিছু রয়েছে তার সবই পাওয়া যাবে এতে, জুম করা, থ্রিডি ভিউ সহ। লোকাল সার্চ, ভয়েস সার্চ এসবও ব্যবহার করা যাবে। এছাড়াও নির্দিষ্ট যায়গার ছবি খোজা, বিশেষ যায়গার ব্যবসার খোজ করা, নির্দিষ্ট যায়গার জন্য উইকিপিডিয়ার তথ্য খোজা এসব কাজও করা যাবে।
February 23, 2010
চীনে গুগলের ব্যবহার কমেছে Google Search Share Slips in China
চীনের নিজস্ব সার্চ ইঞ্জিন বাইডুর কাছে পিছিয়ে পরেছে গুগল। ইয়াহু এবং বিং এর ব্যবহারও কমেছে। গতবছর চীনে গুগল ব্যবহার করা হয়েছে ১৮.৯ ভাগ যেখানে বাইডু ব্যবহার করা হয়ে ৭৬ ভাগ। আই-রিসার্চ ২০০৯ সালের হিসেবের এই তথ্য দিয়েছে।
ফেজ ওয়ানের ক্যাপচার ওয়ান ৫.১ Phase One Releases Capture One 5.1
ফেজ ওয়ান তাদের শক্তিশালী র কনভার্টার, ওয়ার্ক ফ্লো কন্ট্রোল এবং ইমেজ এডিটিং সফটঅয়্যার ক্যাপচার ওয়ান এর নতুন ভার্শন রিলিজ দিয়েছে। ৫.১ প্রো নামের এই ভার্শনে এডভান্সড নয়েজ রিডাকশন এর নতুন টুল যোগ করা হয়েছে।
এছাড়া নাইকন, ক্যানন, সনিসহ অনেকগুলি ক্যামেরা সাপোর্ট যোগ করা হয়েছে।
নতুন ভার্শনে নতুন যা যোগ করা হয়েছে তারমধ্যে রয়েছে;
নতুন ভার্শনে নতুন যা যোগ করা হয়েছে তারমধ্যে রয়েছে;
সনি এরিকশন এক্সপেরিয়া এক্স-১০ মিনি প্রো Sony Ericsson X10 mini pro
সনি এরিকশন তাদের এক্সপেরিয়া এক্স-১০ এর একটি ছোট আকারের ভার্শন বাজারে ছাড়ছে। এর নাম এক্স-১০ মিনি প্রো। এটা আকারে যেমন ছোট তেমনি কনফিগারেশনের দিক থেকে উচু মানের। সাথে সাইড স্লাইডিং ফুল কিবোর্ড রয়েছে।
কানেকটিভিটি হিসেবে এতে এইচএসপিএ ৯০০/২১০০ এবং এজ ৮৫০/৯০০/১৮০০/১৯০০ রয়েছে। এছাড়া ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, ওয়াইফাই, জিপিএস ইত্যাদি রয়েছে।
February 22, 2010
নোকিয়া এক্স-১০ এ ফুল কিবোর্ড Nokia X10 has QWERTY keyboard, AMOLED touchscreen
নোকিয়া নিজে এক্স-১০ এর কথা জানায়নি, যতটুকু জানা গেছে তা গুজব। তবে অধিকাংশ সময়ই এই গুজব সত্যে পরিনত হয়। নোকিয়ার এক্স-১০ এর খবর, ভিডিও এবং ছবি প্রকাশ পেয়েছে ইন্টারনেটে। দেখা গেছে একে ফুল কিবোর্ড রয়েছে। নোকিয়ার প্রথম সিমবিয়ান ৩ ব্যবহার করা ফোন এন-৮ এর থাকার কথা ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং। এই ফোনের কিছু বর্ননা তাকেও ছাড়িয়ে গেছে। এমনকি এর রিলিজ হতে পারে এন-৮ এর আগে।
চীনের প্রেসিডেন্টের মাইক্রো ব্লগিং ব্যবহার China's President Hu signs up for microblogging
চীনের প্রেসিডেন্ট হু জিনতাও মাইক্রোব্লগিং একাউন্ট খুলেছেন এবং সেখানে হাজার হাজার ফলোয়ার যোগাযোগ করেছেন। পিপলস ডেইলি পরিচালিত এই মুলত সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত। এবং চীনে সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলি কঠোরভাবে নিয়ন্ত্রিন করা হয়।
সরকার নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস সংবাদপত্র জানায় ফেব্রুয়ারীর ১ তারিখে এই একাউন্ট খোলা হয়। বহু মানুষ সেখানে ফলোয়ার হিসেবে নিজের নাম লিখিয়েছেন। তবে একজন অসন্তোষ প্রকাশ করে বলেছেন এটা দুঃখজনক যে তিনি এখন পর্যন্ত কিছু লেখেননি।
সরকার নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস সংবাদপত্র জানায় ফেব্রুয়ারীর ১ তারিখে এই একাউন্ট খোলা হয়। বহু মানুষ সেখানে ফলোয়ার হিসেবে নিজের নাম লিখিয়েছেন। তবে একজন অসন্তোষ প্রকাশ করে বলেছেন এটা দুঃখজনক যে তিনি এখন পর্যন্ত কিছু লেখেননি।
প্যানাসনিক থ্রিডি ক্যামেরা বিক্রি শুরু করেছে Panasonic Begins Pre-order on Professional Full HD 3D Camcorder
থ্রিডি ভিডিও কি জানার জন্য জেমস ক্যামেরনের অবতার মুভিই যথেষ্ট। এটা তৈরীর জন্য বিশেষ ধরনের ক্যামেরা তৈরী করতে হয়েছিল তাকে। এরপরই থ্রিডি ক্যামেরা তৈরীর কাজ চলে আসছে। বাজারে সাধারনের ব্যবহার উপযোগি ফুজিফিল্মের ক্যামেরা পাওয়া যায়। প্যানাসনিক প্রোটোটাইপ দেখিয়েছে থ্রিডি ফুল হাই ডেফিনিশন প্রফেশনাল ভিডিও ক্যামেরার। সেই ক্যামেরার প্রি-অর্ডার নেয়া শুরু করেছে তারা। এবছরই তারা বাজারে ছাড়তে শুরু করবে।
সিগমা এসএলআর ক্যামেরা Sigma Digital SLR SD15
থার্ড পার্টি লেন্স নির্মাতা হিসেবে সিগমার যতটা পরিচিতি রয়েছে ক্যামেরা নির্মাতা হিসেবে ততটা নেই। ২০০৬ সালে তারা এসডি১৪ নামে একটি ক্যামেরার ঘোষনা দেয়, ২০০৭ সাল থেকে বিক্রি শুরু হয়। এরই পরবর্তী মডেল হিস্ বাজারে আসতে যাচ্ছে এসডি১৫। এতে একই এপিএস-সি সেন্সর ব্যবহার করা হয়েছে। শুনে হয়ত কিছুটা অবাকই হতে পারেন, এর রেজ্যুলুশন ৪.৬৪ মেগাপিক্সেল। প্রতিটি পিক্সেলের আরজিবি পৃথকভাবে চিনতে সক্ষমতার কারনে বাস্তবে এটা কাজ করে ১৪ মেগাপিক্সেলের মত। এতে ছবি পাওয়া যাবে সাধারন অন্যান্য সেন্সরের চেয়ে ভাল মানের।
February 21, 2010
সিগমা ৫০-৫০০ লেন্সে ষ্ট্যাবিলাইজেশন Sigma stabilizes 50-500mm ultra-telezoom
সিগমা তাদের জনপ্রিয় ৫০-৫০০ মিমি আলট্রা টেলিফটো জুম লেন্সে ষ্ট্যাবিলাইজেশন যোগ করে নতুনভাবে বাজারে ছেড়েছে। এই লেন্স সনি, পেনট্যাক্স, সিগমা, ক্যানন এবং নাইকনে ব্যবহার করা যাবে। এর এপারচার এফ/৪.৫-৬.৩।
এর চারটি স্পেশাল লো ডিসপার্শন (এসএলডি) রঙের বিচ্যুতি থেকে রক্ষা করবে। এছাড়া এতে হাইপারসনিক মোটর (এইচএসএম) যোগ করায় অটোফোকাসের সময় শব্দ কম হবে। পুরো জুম এলাকাতেই নিখুত ছবি পাওয়া যাবে এতে।
অস্কারে জয় হতে যাচ্ছে এনিমেশন প্রযুক্তির Fiction film technology to shine at Academy Awards
কোন ছবি ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার পুরস্কার পাবে সেটা জানা যাবে আগামী মাসে। একটা বিষয় নিশ্চিত, সফটঅয়্যার নির্মাতা অটোডেস্কের ভুমিকা থাকছে এতে। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবতার কিংবা ডিষ্ট্রিক্ট ৯ যদি পুরস্কার পায় তাহলে তারা গর্ব করতেই পারেন তাদের কল্যানে সেটা সম্ভব হয়েছে বলে। আগামী ৭ মার্চ ৮২তম অস্কার তালিকায় সেরা দশের মধ্যে রয়েছে এই দুটি ছবির নাম।
থ্রিজি লাইসেন্স দেয়া হবে জুনে 3G Internet in Bangladesh from June
এবছর জুনের মধ্যেই সরকার নিয়ন্ত্রীত টেলিটক সহ মোট চারজন মোবাইল অপারেটরকে থ্রিজি লাইসেন্স দেয়া হবে বলে জানানো হয়েছে বিটিআরসির পক্ষ থেকে। লাইসেন্স দেয়ার প্রক্রিয়ায় সকলেই অংশ নিতে পারবে এবং অপারেটরের মান যাচাই করে লাইসেন্স দেয়া হবে বলেও জানানো হয়েছে। দেশের বর্তমান মোবাইল অপারেটর ছাড়াও নতুন বিদেশী অপারেটরের অংশগ্রহনও বিটিআরসির পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ফুজিফিল্ম ফাইনপিক্স এফ৭০ইএক্সআর রিভিউ Fujifilm FinePix F70EXR Review
February 20, 2010
মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৭ তৈরী করবে আসুস Windows Phone 7 device will be made by Asus
উইন্ডোজ মোবাইল নাম পরিবর্তন করে উইন্ডোজ ফোন এবং অন্যান্য ঘোষনাপর্ব শেষ হওয়ার পর এখন অপেক্ষা কখন এই সেট হাতে পাওয়া যাবে। জানা গেছে মাইক্রোসফটের নিজের নামে এই ফোন বাজারে আসবে ২০১১ এর শুরুতে, এবং এটা তৈরী করবে আসুস।
উইন্ডোজ মোবাইলের পর উইন্ডোজ ফোনে একেবারে চমকে দেয়ার মত কিছু নেই। নতুনভাবে শুরু করা আগের কাজটিই করছে তারা। কতটা ভাল কতটা খারাপ সেটাই দেখার।
নর্থইষ্ট সিকিউরিটি বিশ্লেষক অশোক কুমারের মতে মাইক্রোসফটের কাছে আশা অনেককিছু। উইন্ডোজ ফোন সেটা হতে পারে।
এইচপি ৫টি নতৃন ক্যামেরা, ৩টি ক্যামকোর্ডার HP: Five new digicams, three flash camcorders
পিএমএ মেলা উপলক্ষ্যে এইচপি ৫টি নতুন ডিজিটাল ক্যামেরা এবং ৩টি ফ্লাশভিত্তিক ক্যামকোর্ডারের কথা জানিয়েছে। ডিজিটাল ক্যামেরাগুলির দাম ১০০ ডলার থেকে ১৫০ ডলার। এদের সিডাব্লিউ৪৫০, সিডাব্লিউ৪৫০টি, এসডাব্লিউ৪৫০ এবং পিডাব্লিউ৪৬০টি এই ৪টি মডেলে রয়েছে ২৯মিমি ওয়াইড এঙ্গেলসহ ৪এক্স জুম এবং পিডাব্লিউ৫৫০ মডেলে রয়েছে ২৮ মিমি ওয়াইড এঙ্গেলসহ ৫ এক্স অপটিক্যাল জুম। সবগুলিতেই ১২ মেগাপিক্সেল সেন্সর এবং ১/২.৩ ইঞ্চি সিসিডি ইমেজ সেন্সর রয়েছে।
February 19, 2010
গুগল হ্যাক করা হয়েছিল চীনের স্কুল থেকে Hackers attacked Google from China schools
যে হ্যাকিং এর কারনে চীন থেকে গুগলের বিদায় নেবার সম্ভাবনা তৈরী হয়েছে সেই হ্যাকিং হয়েছিল চীনের দুটি স্কুল থেকে। গতকাল এক খবরে একথা জানানো হয়েছে।
নিউইয়র্ক টাইম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে হ্যাকিং অনুসরন করে আমেরিকার তদন্ত দল সাংহাই জিয়াওটং ইউনিভার্সিটি এবং লানজিয়াং ভকেশনাল স্কুল পর্যন্ত গেছে। সেখানে যারা এরসাথে জড়িত ছিল তাদের সাথে কথা বলেছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
ফটোশপের ২০ বছর Adobe celebrates Photoshop's 20th anniversary
ইমেজ এডিটিং এবং ফটোশপ প্রায় সমার্থক শব্দ। ২০ বছর আগে এইদিনে যাত্রা শুরু করে ফটোশপ এই যোগ্যতা অর্জন করেছে। ফটোশপ কিভাবে যাত্রা শুরু করল সেই অভিজ্ঞতা প্রকাশ করেছেন ফটোশপের মুল দলের জন নল, থমাস নল, রাসেল ব্রাউন এবং ষ্টিভ গুটম্যান। প্রায় ১৮ মিনিটের এই সাক্ষাতকার রয়েছে ষ্টার্টআপ মেমোরী নামে, এডবি টিভি ওয়েবসাইটে।
গুগলের বিরুদ্ধে একজোট মাইক্রোসফট-ইয়াহু Yahoo-Microsoft deal set, taking aim at Google
দীর্ঘ্য আলোচিত মাইক্রোসফট-ইয়াহু জোটে আর কোন সমস্যা নেই। আমেরিকা এবং ইউরোপের অনুমোদন মিলেছে। কয়েক বছর ধরে আলোচনা এবং ৭ মাস আগে আবেদনের পর গতকাল সরকারীভাবে এই ঘোষনা দেয়া হয়েছে।
মাইক্রোসফট ২০০৬ সালে প্রথম ইয়াহুর সাথে কাজ করার প্রস্তাব দেয়। ২০০৭ সালে ৪৭৫০ ডলারে পুরো ইয়াহু কিনতে চেষ্টা করে। সেই চেষ্টা ব্যর্থ হলে ইয়াহুর শেয়ারের দাম অস্বাভাবিক কমে যায়। এখন ইয়াহু মাইক্রোসফটের সাথে কাজ করে ব্যবসা পুনরুদ্ধারের চেষ্টা করার সুযোগ পেল। ইন্টারনেট সার্চ এবং বিজ্ঞাপনের বিশাল ব্যবসায় গুগলের আধিপত্যে ভাগ বসানোই তাদের লক্ষ্য।
পে-পল চালু হচ্ছে ফেসবুকে PayPal to become a way to pay for Facebook ads
গুগল উইকিপিডিয়াকে ২০ লক্ষ ডলার দিচ্ছে Google donates $2 million to support Wikipedia
ইন্টারনেটের সবচেয়ে লাভজনক প্রতিস্ঠান গুগল সেবামুলক ওয়েবসাইট উইকিপিডিয়াকে ২০ লক্ষ ডলার অনুদান দিচ্ছে। উইকিপিডিয়া সবচেয়ে বেশি ব্যবহৃত তথ্যের ওয়েবসাইট যা বিনামুল্যে সেবা দেয়। ৭ বছর ধরে চলা অলাভজনক এই প্রতিষ্ঠানে ই-বে এর প্রতিষ্ঠাতাও ২০ লক্ষ ডলার দিয়েছেন কয়েক মাস আগে।
February 18, 2010
ফেসবুক-মাইস্পেসকে আউটলুকে আনছে মাইক্রোসফট Microsoft to pull Facebook, MySpace into Outlook
পিএমএ-তে সনির দুটি সাইবারশট ক্যামেরা Waterproof Sony Cybershot TX5 and H55
কদিন পরই শুরু হতে যাচ্ছে ফটোগ্রাফি সামগ্রীর প্রদর্শনী, ফটো মার্কেটিং এসোসিয়েশনের মেলা। সনি এ উপলক্ষে দুটি নতুন সাইবারশট ক্যামেরার ঘোষনা দিয়েছে। ১৪ মেগাপিক্সেলের এইচ-৫৫ মডেলে তাদের জি-ব্রান্ডের লেন্স, ১০ এক্স অপটিক্যাল জুম, ৩ ইঞ্চি ক্লিয়ার ফটো এলসিডি ইত্যাদি রয়েছে। এতে সনি নিজস্ব মেমোরী ষ্টিক প্রো ডুয়ো কার্ড ছাড়াও এসডি/এসডিএইচসি কার্ডে রেকর্ড করা যাবে। এছাড়া ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
February 17, 2010
গুগলের অনুবাদ ফোন Google demonstrates phone that translates text
বার্সিলোনার মোবাইল মেলায় গুগল একটি মোবাইল ফোন দেখিয়েছে যা ফোনের ক্যামেরায় উঠানো লেখা অনুবাদ করতে সক্ষম। সেখানো দেখানো হয়েছে জার্মান ভাষার একটি খাবার মেনুর ছবি তুলে গুগলের সার্ভারে পাঠানো হয়েছে এবং সেখান থেকে তার ইংরেজি অনুবাদ পাওয়া গেছে।
বছরের সেরা ফোন এইচটিসি হিরো HTC Hero phone of the year 2010
গ্লোবাল মোবাইল এওয়ার্ড ২০১০ এর সেরা পুরস্কার পেয়েছে এইচটিসি হিরো। হাই-ডেফিনিশন ভয়েস প্রযুক্তিতে এই ফোন অন্য সবাইকে পিছনে ফেলেছে। প্রতিযোগিতায় তার প্রতিদ্বন্দি ছিল স্যামসাং ষ্টার, নোকিয়া এন-৯৭ মিনি, ব্লাকবেরি বোল্ড ৯৭০০ এবং স্যামসাং অমনিয়া এইচডি।
এইচটিসি হিরো ফোনে রয়েছে স্নাপড্রাগন প্রসেসর। এতে নতুন অপেরা মিনি ব্রাউজার রয়েছে।
সনি এবং পেনট্যাক্সের জন্য সিগমা লেন্স Sigma 17-70mm F2.8-4 DC Macro OS HSM zoom lens
সনি এবং পেনট্যাক্স ডিজিটাল এসএলআর ক্যামেরায় ব্যবহারের জন্য ওয়াইড-জুম লেন্স বাজারে ছাড়ার কথা জানিয়েছে লেন্স নির্মাতা সিগমা। ১৭-৭০ মিমি ম্যাক্রো লেন্সটি ক্যানন, নাইকন এবং সিগমা ক্যামেরায় ব্যবহারের জন্য বাজারে পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এখন সনি এবং পেনট্যাক্সের ব্যবহারকারীরাও এই লেন্স ব্যবহারের সুযোগ পাবেন।
আমেরিকায় শতকরা ৪০ জনের ব্রডব্যান্ড সংযোগ নেই 40 percent in US lack home broadband
কম খরচে ঘরে ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট নেয়ার চেষ্টা করার পরও শতকরা ৪০ জন আমেরিকানের ব্রডব্যান্ড সংযোগ নেই। কমার্স ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে। ওবামা প্রশাসন এবং কংগ্রেস অর্থনৈতিক উন্নতি, চাকরীর সুযোগ সৃষ্টি এবং শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য জন্য ব্রডব্যান্ড সংযোগকে অন্যতম প্রয়োজনীয় বিষয় বলে নির্ধারন করেছেন। এজন্য ৭২০ কোটি ডলার ব্যয় ধরা হয়েছে।
February 16, 2010
বিভিন্ন রঙের পেনট্যাক্স কে-এক্স Pentax K-x with new body colors
পেনট্যাক্সের প্রোজুমার লেভেলের জনপ্রিয় ক্যামেরা কে-৭ এর কমদামী ভার্শন কে-এক্স। এতদিন কালো সহ ৪টি রঙে এটা বিক্রি হয়েছে। এখন তারা বিভিন্ন রঙে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ভেতরেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে ১১-পয়েন্ট সাফোক্স ৮ এএফ মডিউল রয়েছে এবং ২৪ ফ্রেম/সে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধে রয়েছে। সাটার স্পিড ১/৬০০০, আইএসও ১২,৮০০ উল্লেখযোগ্য।
ডেল মিনি ৫ চলবে এন্ড্রয়েডে Dell Mini 5 To Run On Android
গুগলের অপারেটিং সিষ্টেম এন্ড্রয়েড এখনও রিলিজ হয়নি। জানা গেছে ডেলের আগামী ট্যাবলেট পিসি ডেল ৫ চলবে এই অপারেটিং সিষ্টেমে। বর্তমানে স্নাপড্রাগন প্রসেসরে তৈরী এর প্রোটোটাইপ মডেল ব্যবহার করছে মোবাইল ওএস।
বলা হচ্ছে এতে এন্ড্রয়েড ২.০ ব্যবহার করা হবে এবং ফ্লাশ প্লেয়ার সাপোর্ট থাকবে। তবে অপারেটিং সিষ্টেম যাই থাকুক না কেন, ব্যবহারকারীর সেটা আপগ্রেড করার সুযোগ থাকবে।
উইন্ডোজ ফোন ৭ এর আনুষ্ঠানিক ঘোষনা Microsoft announces the all new Windows Phone 7
বহু প্রতিক্ষার পর মাইক্রোসফট তাদের নতুন মোবাইল অপরেটিং সিষ্টেমের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে বার্সিলোনার মেলায়। তারা একে বলছে উইন্ডোজ ফোন ৭ সিরিজ। এবছরই শেষদিকে বাজারে পাওয়া যাবে। তাদের নতুন উইন্ডোজ ফোনকে নতুন অপারেটিং সিষ্টেম হিসেবে দেখা যেতে পারে কারন মোবাইল ফোনের ব্যবহারের বাইরের এর পরিধি অনেক বেশি। যোগাযোগ, গেম, মাল্টিমিডিয়া, অফিস সবকিছুই রয়েছে এতে।
February 15, 2010
এন্ড্রয়েড ভিত্তিক সনি এরিকশন ফোন Xperia X10 mini, X10 mini Pro and Vivaz Pro
ফোন ব্যবসায় সনি এরিকশনের সময় ভাল যাচ্ছে না। বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে সত্যিকারের বড় ধরনের কিছু করতে হবে তাদের। সেই চেষ্টায় ৩টি নতুন ফোনের ঘোষনা দিয়েছে তারা। এদের দুটি চলবে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমে। গত নভেম্বরে ঘোষনা দেয়া এক্সপেরিয়া এক্স-১০ এর ছোট সংস্করন এক্স-১০ মিনি এবং এক্স-১০ মিনি প্রো নামে এই সেটদুটি ছাড়া হবে এবছর মাঝামাঝি সময়ে।
সিলিকন তার দিয়ে সৌরবিদ্যুত silicon solar cells
আমেরিকার বিজ্ঞানীরা সিলিকন ব্যবহার করে নতুন এক ধরনের নমনীয় সোলার সেল তৈরী করেছেন। সাধারন সোলার সেল তৈরী যে পরিমান উপাদান প্রয়োজন হয়ে এতে প্রয়োজন হবে তার শতকরা মাত্র ১ ভাগ। নমনীয় সিলিকন তারে তৈরী এই সেলগুলি কম খরচে এবং সহজে ব্যবহারযোগ্য সোলার প্যানেল তৈরীতে বড় ভুমিকা রাখবে বলে বলা হচ্ছে।
এই পদ্ধতিতে সাধারন সিলিকসকে মাইক্রন আকারের (১ মাইক্রন ১ মিটারের ১০ লক্ষ ভাগের ১ ভাগ) সরু তারে পরিনত করা হয়েছে। তারপর সেটা দিয়ে পলিমার বানানো হয়েছে যা সহজে বাকানো বা ভাজ করা যাবে।
স্যামসাং-এর নতুন অপারেটিং সিষ্টেমে প্রথম ফোন এস-৮৫০০ওয়েভ Samsung S8500 Wave
স্যামসাং তাদের নতুন অপারেটিং সিষ্টেমের প্রথম ফোনের ঘোষনা দিয়েছে। ওয়েভ নামের এই ফোনে বহুল আলোচিত বাডা অপারেটিং সিষ্টেম ব্যবহার করা হয়েছে। এই অপারেটং সিষ্টেমে তাদের নিজস্ব সফটঅয়্যার, স্যামসাং এপস ব্যবহার করা যাবে। এর টাচ-উইজ নামের ইন্টারফেসকে খুবই সহজ এবং সকলের ব্যবহারের উপযোগি বলে উল্লেখ করেছে স্যামসাং।
ফোন থেকে খুব সহজে টুইটার, ফেসবুকের মত সোস্যাল নেটওয়াকিং সাইট ব্যবহার করা যাবে। খুব সহজে ই-মেইল ব্যবহার করা যাবে। এর ডিসপ্লে যথেষ্ট বড়। ৩.৩ ইঞ্চি এমোলিড। বলা হয়েছে এতে কম আলো প্রতিফলিত হবে যার অর্থ ব্রাইটনেস এবং কন্ট্রাষ্ট বেশি পাওয়া যাবে।
February 14, 2010
ইউটিউবের ৫ বছর YouTube Turns 5
৫ বছর আগে যাত্রা শুরু করেছিল ইউটিউব। এখন সেটা পরিনত হয়েছে প্রতিকে। এর ব্যবহার বিবিধ। যে কেউ যেকোন যায়গা থেকে তার বক্তব্য তুলে ধরতে পারে বিশ্বের সামনে। উদাহরনের অভাব নেই। কানাডার ডেভ ক্যারলের গিটার ভেঙে গিয়েছিল শিকাগোর ওহারা বিমানবন্দরে। কর্তৃপক্ষ অস্বিকার করল ক্ষতিপুরন দিতে। ক্যারল ইউটিউবে বক্তব্য তুলে ধরে ভিডিও পাঠালেন। কর্তৃপক্ষ আগের সিদ্ধান্ত পাল্টে তাকে গিটার মেরামতের ১২০০ ডলার ক্ষতিপুরন এবং যাতায়াতের ব্যবস্থা করতে বাধ্য হল।
নোকিয়া মোবাইল ৬৩০৩আই ক্লাসিক Nokia 6303i classic
নোকিয়ার ৬৩০৩আই সেটে চমকে দেয়ার মত কিছুই নেই। বরং প্রশ্ন করতে পারেন এই যুগে এমন ফোনের দরকার কি, যদি ভুলে যান সেটটি বাজারে আনছে নোকিয়া। এধরনের সেট তৈরী করেই তারা বিশ্বে ১ নম্বর যায়গা দখল করেছে। কাজ এবং দাম দুটি বিষয়কে এক করা তাদের এধরনের সেটগুলিই সারাবিশ্বের মানুষের হাতেহাতে ঘুরছে।
ফোনের পাশাপাশি ইন্টারনেট ব্যবহার, ইমেইল, ক্যামেরা ইত্যাদি সবকিছুই এতে রয়েছে । ডিসপ্লে ২,২ ইঞ্চি, রেজুলুশন ২৪০-৩২০, ক্যামেরা ৩.২ মেগাপিক্সেল, অটোফোকাস। ফ্লাশ রয়েছে এবং ভিডিও রেকর্ড করা যাবে। ব্যাটারীর ষ্টান্ডবাইট টাইম ৫১৫ ঘন্টা।
ফোনের পাশাপাশি ইন্টারনেট ব্যবহার, ইমেইল, ক্যামেরা ইত্যাদি সবকিছুই এতে রয়েছে । ডিসপ্লে ২,২ ইঞ্চি, রেজুলুশন ২৪০-৩২০, ক্যামেরা ৩.২ মেগাপিক্সেল, অটোফোকাস। ফ্লাশ রয়েছে এবং ভিডিও রেকর্ড করা যাবে। ব্যাটারীর ষ্টান্ডবাইট টাইম ৫১৫ ঘন্টা।
February 13, 2010
সনির থ্রিডি ব্লু-রে প্লেয়ার The Sony BDP-S470: Blu-ray meets 3D
থ্রিডি মুভি অবতারের সাফল্য এবং অন্যান্য থ্রিডি প্রযুক্তির অগ্রগতির পর এটা নিশ্চিত যে এদিকে খুব দ্রুত নতুন নতুন পন্য পাওয়া যাবে। ব্লু-রে এসোসিয়েশন এবং এইচডিএমআই লাইসেন্সিং অথরিটির থ্রিডি স্পেসিফিকেশনের ঘোষনার পর কখন, কত কমদামে হার্ডঅয়্যার পাওয়া যাবে সেই সময়ের অপেক্ষা। এই পথে অনেকটা সামনে এগিয়ে গেল সনি তাদের ব্লু-রে থ্রিডি প্লেয়ারের ঘোষনা দিয়ে।
এপল এপারচারের নতুন ভার্শন Apple announces Aperture 3
মোবাইল সিমে ওয়াইফাই SIMFi is a SIM card with built-in Wi-Fi
কোন কোন মোবাইল ফোনে সেট থেকেই ওয়াই-ফাই ব্যবহার করা যায়, কোন কোন সেট কম্পিউটারের সাথে কানেক্ট করতে হয়, কোন সেটে আদৌ ওয়াইফাই ব্যবহার করা যায় না। ওয়াই-ফাই ব্যবহারের জন্য সেট কেনার সময় আপনাকে জেনে নিতে হয় সেখানে ব্যবহার করা যাবে কি-না। যদি এমন হয়, মোবাইল ফোনে যে সিম ব্যবহার করা হয়েছে সে নিজেই ওয়াই-ফাইয়ের কাজ করে দেবে!
এমন সিমই তৈরী করেছে সেগাম অর্গা এবং টেলিফোনিকা। তাদের সিমফাই নামের সিমে ওয়াইফাই রয়েছে। বর্তমান ফোনের সাথে এই সিম ব্যবহার করলে সেট্ ওয়াই-ফাই সহ সেট হিসেবে কাজ করবে। এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বার্সিলোনা মেলায়, তবে ধারনা করা যায় ওয়াই-ফাই না থাকলেও সেটে ওয়াই-ফাই ব্যবহারের জন্য থ্রিজি জাতিয় কিছু থাকা প্রয়োজন হবে।
February 12, 2010
১২ মেগাপিক্সেল ক্যামেরা হাই ডেফিনিশন ভিডিও সহ নোকিয়া এন-৮ Nokia N8 packing a 12MP camera with 720p video recording
নতুন ওপেনঅফিস দ্রুত কাজ করবে New OpenOffice is more compatible
উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য ওপেনঅফিস ৩.২ ভার্শনে বাহ্যিক পরিবর্তন সামান্যই। তবে বলা হয়েছে এটা আগের চেয়ে দ্রুত কাজ করবে। অন্তত আগের চেয়ে দ্রুত চালু হবে। এছাড়া মাইক্রোসফট অফিস ২০০৭ ফরম্যাট ফাইলের সাথে ভালভাবে কাজ করবে। অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে ক্যালকুলেশনের সময় কপি/পেষ্ট ব্যবহার, মার্জ, শর্ট ইত্যাদি উন্নত করা হয়েছে বলে জানানো হয়েছে।
আইটিউনের ১ হাজার কোটিতম ডাউনলোডে পুরস্কার ১০ হাজার ডলার iTunes approaches 10 billion downloads
আপনি যদি এপলের আইটিউন মিউজিক ষ্টোর থেকে মিউজিক ডাউনলোড করেন এবং ১০০০ কোটিতম ডাউনলোডার হন তাহলে পাবেন ১০ হাজার ডলার পুরস্কার। তাদের ডাউনলোডের সংখ্যা যখন এই মাইলফলকের দিকে যাচ্ছে তখন তারা এই ঘোষনা দিয়েছে।
পিউমা মোবাইল ফোন PUMA PHONE has a solar panel
পিউমা নামটি হয়ত আপনার পরিচিত খেলার জুতা এবং জামাকাপড়ের কারনে। স্পোর্টস সু এবং জামাকাপড়ের পাশাপাশি এখন তাদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগও পাবেন। পিউমা ফোন নামে তাদের একটি মোবাইল ফোন বাজারে আসতে যাচ্ছে ১ সপ্তাহের মধ্যে। এতে সোলার প্যানেল রয়েছে এবং খেলোয়ারদের জন্য নানারকম সুবিধে।
সেটের পেছনদিকে সোলার মিটার নামে সোলার প্যানেল রয়েছে। জিপিএস রিসিভার যদি যথেষ্ট না হয় সেজন্য রয়েছে বাইক ট্রাকার এবং রান ট্রাকার। ব্যয়ামের জন্য সাইকেল চালনা কিংবা দৌড়ের সময় এগুলি কাজে লাগানো যাবে।
February 11, 2010
এপলের আইপ্যাড তৈরীর খরচ ২২৯ ডলার iPad costs $229 to produce
প্রযুক্তি ব্যবহারে সুইডেন ১ নম্বরে Sweden beats U.S. to top tech usage ranking
প্রযুক্তি ব্যবহারের দিক থেকে আমেরিকাকে পেছনে ফেলে ১ নম্বর স্থান দখল করেছে সুইডেন। নেটওয়ার্ক, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদির সাহায্যে টেলিযোগাযোগ ব্যবহারের হিসেবে একথা জানানো হয়েছে। প্রযুক্তি ব্যবহারে দক্ষতা এবং আরো বহু বিষয় বিবেচনায় এনে এই জরিপ চালানো হয়েছে।
লন্ডন বিজনেস স্কুলের প্রফেসর লিওনার্ড ওয়েভারম্যান তার কানেকটিভিটি স্কোরকার্ড নামের এই গবেষনার ফল উল্লেখ করে বলেন, সুইডেন শুধু প্রথমস্থানে আছে এটাই না, বরং সেখান থেকে সরে যাওয়ার কোন লক্ষনও নেই। অন্যদিকে শিলট্প এবং সেবাখাতের শিক্ষায় আমেরিকা ক্রমেই পিছিয়ে পড়ছে।
ইউটিউব ফিল্টার ব্যবহার করছে YouTube to Filter Sex, Violence, Foul Language
ইউটিউব জানিয়েছে তারা তাদের সাইট থেকে যৌনতা, সহিংসতা, আপত্তিকর বক্তব্যসম্বলিত বিষয়গুলি বাদ দেবে। সেফটি মোড নামের এই অপশনাল ফিল্টার ব্যবহার করে ব্যবহারকারী টেক্সট কমেন্ট হাইড করে রাখতে পারবে, যেখানে প্রায়ই আপত্তিকর বক্তব্য দেখা যায়।
প্যানাসনিকের ৩-মোস এইচডি ক্যামকোর্ডার Panasonic's New 3MOS HD Camcorders HS700 and TM700
প্যানাসনিক দুটি উচুমানের ফুল হাই-ডেফিনিশন ভিডিও ক্যামেরার ঘোষনা দিয়েছে। ৩টি সিমোস সেন্সরের এই ক্যামেরা অল্প আলোতেও প্রায় বাস্তবের মত ভিডিও করবে। HDC-HS700 মডেলে ২৪০ গিগাবাইট হার্ডডিস্ক ছাড়াও এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড এবং HDC-TM700 মডেলে ৩২ গিগাবাইট বিল্টইন মেমোরী ছাড়াও কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। দুটি ক্যামেরাতেই ৩৫মিমি ওয়াইড লেইকা লেন্স ব্যবহার করা হয়েছে এবং ম্যানুয়েল রিং রয়েছে।
মোবাইল ব্রডব্যান্ডে বিনিয়োগ ৭২০০ কোটি ডলার Global mobile broadband spending seen up to $72 billion
এবছর বিশ্বব্যাপি মোবাইল অপারেটররা ৭২০০ কোটি ডলার ব্যয় করছে মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তির পেছনে। বিশ্বব্যাপি অয়্যারলেস ইন্টারনেটের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে এটা করা হচ্ছে। জিএসএম এসোসিয়েশন একথা জানিয়েছে। মোবাইল অপারেটররা যা বিনিয়োগ করছে তার অর্ধেকই ব্যয় করা হচ্ছে এদিকে। ২০০৯ সালের তুলনায় এই পরিমান ১৫ ভাগ বেশি।
February 10, 2010
ছবি কিংবা ভিডিও থেকে থ্রিডি মডেলিং Making 3D Models From Photos and Videos
কখনও যদি কোন বস্তুর থ্রিডি মডেল তৈরী করতে যান তাহলে নিশ্চয়ই জানেন কাজটি কতটা কঠিন। ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয়। এখানেই শেষ না, কোথায় কোনদিক থেকে কতটুকু আলো ফেললে সঠিক রঙ পাওয়া যাবে সেটা নিয়ে দিন পার করতে হয়। তারপর এনিমেশনের বিষয়।
অথচ একাজটি করা সম্ভব সফটঅয়্যার ব্যবহার করেই। অনেকটা ছবি স্ক্যান করার মত করে।
নাইকনের দুটি ওয়াইড এঙ্গেল লেন্স AF-S NIKKOR 24mm f/1.4 G ED, AF-S NIKKOR 16-35mm f/4G ED VR
বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে নাইকনের কাছ থেকে দুটি ওয়াইড এঙ্গেল লেন্স এর ঘোষনা পাওয়া গেল। বলা হচ্ছে ফটোগ্রাফারদের কাছে প্রিয় হবে লেন্সদুটি। প্রফেশনাল ফটোগ্রাফার ছাড়াও ফটোগ্রাফিতে আগ্রহিরাও পছন্দ করবেন এই লেন্স। এদের একটি AF-S NIKKOR 24mm f/1.4 G ED, আরেকটি AF-S NIKKOR 16-35mm f/4G ED VR
AF-S NIKKOR 24mm f/1.4 G ED লেন্সকে বলা হচ্ছে আলট্রা ফাষ্ট প্রফেশনাল লেন্স। এফ/১.৪ এপারচারের এই লেন্স ব্যবহার করে অল্প আলোতেও ক্যামেরা হাতে ধরে ছবি উঠানো যাবে। ছবির বিষয় এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যাবে এই লেন্সে।
গুগল ইমেইল সোস্যাল নেটওয়ার্ক হতে যাচ্ছে Google's e-mail gets social
গুগল তাদের জনপ্রিয় ইমেইল ব্যবস্থা জি-মেইলে নতুন সোস্যাল হাব যোগ করেছে। নতুন এই জিমেইল চ্যানলের নাম গুগল বাজ। এতে ফেসবুকের অনেক বৈশিষ্ট যোগ করা হয়েছে।
গত সপ্তাহে ফেসবুক তাদের সাইটে পরিবর্তন এনেছে। তাদের ওয়েবপেজে এখন বন্ধুদের তালিকা দেখা যায় যেখানে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করা যায়। এখন জি-মেইল ব্যবহারকারীরাও একইভাবে বন্ধুদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন।
বর্তমানে জিমেইলের ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি ৬০ লক্ষ। তারা সকলেই এখনই এই সুবিধে ব্যবহার করতে পাবেন না। ইনবক্স ট্যাবের নিচেই গুগল বাজ লিংক থাকলে তবেই ব্যবহার করা যাবে।
বর্তমানে জিমেইলের ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি ৬০ লক্ষ। তারা সকলেই এখনই এই সুবিধে ব্যবহার করতে পাবেন না। ইনবক্স ট্যাবের নিচেই গুগল বাজ লিংক থাকলে তবেই ব্যবহার করা যাবে।
সাদাকালো ছবিকে রঙিন করার ফটোশপ প্লাগইন AKVIS Coloriage 7.0
একেভিসের সাদাকালো ছবিকে রঙিন করার ফটোশপ প্লাগইন কালারিএজ এর নতুন ভার্শন ছাড়া হয়েছে। ছবির কোন অংশে কি রঙ ব্যবহার করতে চান সেটা বলে দিন। সফটঅয়্যার নিজেই জানে সেই রঙ কতদুর পর্যন্ত ব্যবহার করতে হবে। ফল, ঝকঝকে রঙিন ছবি।
February 9, 2010
মোবাইলে ১৩ মেগাপিক্সেল ছবি, ১০৮০পি ভিডিও NEC camera chip promises 13MP stills, 1080p video for mobile phones
একাধিক কোম্পানী জানিয়েছে তারা অনেক ভাল মানের ছবি এবং ফুল হাই ডেফিনিশন ভিডিওর ব্যবস্থা করতে পারে মোবাইল ফোনে। সমস্যা, মোবাইল ফোনের সেটা প্রসেস করার শক্তি নেই। সমস্যার সমাধান দিচ্ছে এনইসি। তাদের CE151 চিপ ব্যবহার করে ১৩ মেগাপিক্সেল ছবি এবং ফুল হাই ডেফিনিশন ভিডিও ব্যবহার করা সম্ভব হবে।
গেম আপলোড করে ১৩ লক্ষ ডলার জরিমানা Gamer to pay Nintendo $1.3 mln for illegal upload
অবৈধভাবে গেম আপলোড করায় একজন অষ্ট্রেলিয়কে ১৩ লক্ষ ডলার জরিমানা দিতে বলা হয়েছে। গেম বাজারে আসার ৬ দিন আগে গেমটি আপলোড করে সে। ফল, এর নির্মাতা নিনটেনডোর মামলা এবং এই সাজা।
নিনটেনডোর তৈরী সুপার মারিও ব্রস গেমটি সে হ্যাক করে এবং ৬ নভেম্বর (২০০৯) ইন্টারনেটে আপলোড করে। এরফলে নিনটেনডোর হাজার হাজার কপি বিক্রি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তারা জানিয়েছে। তাকে ক্ষতিপুরন হিসেবে ১৫ লক্ষ অষ্ট্রেলিয়ান ডলার (১৩ লক্ষ মার্কিন ডলার) দিতে হবে।
মোবাইল ফোনে সোসাল নেটওয়ার্কিং সুবিধে আনছে স্যামসাং-এলজি LG, Samsung Go Social With Latest Handsets
আগামী সপ্তাহে বার্সিলোনায় শুরু হতে যাচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, মোবাইল ফোনের সবচেয়ে বড় মেলা। সেখানে সোস্যাল নেটওয়ার্কিং সুবিধে সহ ফোন আনার কথা জানিয়েছে দক্ষিন কোরিয়ার দুই বৃহৎ মোবাইল ফোন নির্মাতা স্যামসাং এবং এলজি। দুটি ফোনেই বড় আকারের টাচস্ক্রিন থাকবে, সংযোগের জন্য ওয়াই-ফাই থাকবে এবং সোস্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের সুবিধে থাকবে।
ক্যাননের আরো ৪টি পাওয়াশট ক্যামেরা Canon Four new PowerShot compacts SD1300 IS, SD1400 IS, SD3500 IS, SX210 IS
ক্যানন ৪টি নতুন পাওয়াশট কমপ্যাক্ট ক্যামেরার ঘোষনা দিয়েছে। মডেলগুলি হচ্ছে SD1300 IS, SD1400 IS, SD3500 IS এবং SX210 IS ।
এসডি১৩০০ আই এস তাদের আগের এসডি১৩০০ এর বদলি মডেল। এতে ১২ মেগাপিক্সেল সেন্সর, অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশনসহ ৪এক্স জুম (২৮-১১২ মিমি) রয়েছে। ডিসপ্লে ২.৭ ইঞ্চি। এছাড়া আগের কার্ডের সাথে নতুন এসডিএক্সডি কার্ড ব্যবহার করা যাবে।
ক্যাননের নতুন এসএলআর ৫৫০ডি (টি-২-আই) Canon EOS 550D (T2i) brings 18 MP stills and 1080p video
মধ্যম মানের ডিজিটাল এসএলআরের মধ্যে ক্যাননের ৫০০ডি এমনিতেই অন্যদের থেকে এগিয়ে। এই লেভেলে অন্যদের ক্যামেরা যেখানে বড়জোর ১২ মেগাপিক্সেল সেখানে এটা ১৫ মেগাপিক্সেল। এছাড়া অন্যসব সুবিধা তো আছেই। একে আরো উন্নত করে ১৮ মেগাপিক্সেলের নতুন মডেল ছাড়া হচ্ছে ৫৫০ডি (টি২আই) নামে। অনেকটাই তাদের প্রো-জুমার ক্যামেরা ৭ডি এর কাছাকাছি। এতে ৩০, ২৫, ২৪ ফ্রেম/সে ফুল হাই ডেফিনিশন (১০৮০পি) ভিডিও রেকর্ড করা যাবে।
February 8, 2010
হ্যাকারদের ট্রেনিং ব্যবসা বন্ধ করল পুলিশ Chinese police shut down hacker training business
প্রকাশ্যে হাজার হাজার ছাত্র ভর্তি করে হ্যাকিং ট্রেনিং দেয়ার এক প্রতিস্ঠান বন্ধ করে দিয়েছে চীনের পুলিশ। সেখানে সেখানো হত সাইবার এ্যাটাক, বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটঅয়্যার ব্যবহার ইত্যাদি। রাষ্ট্রিয় সংবাদ সংস্থা একথা জানিয়েছে।
February 7, 2010
ইউএসবি ৩.০, কোর-আই প্রসেসর সহ ডেলের ল্যাপটপ Dell Precision M6500 gets USB 3.0, Core i5 and new Core i7 processors
ডেল প্রিসিশন এম-৬৫০০ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর-আই৭ ৯২০ এক্সট্রিম এডিশন প্রসেসর। এতে যোগ করা হয়েছে নতুন ইউএসবি ৩.০ কানেকটিভিটি, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬৪ গিগাবাইট এসএসডি কার্ড।
এর সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। এতে ইন্টেল হাই-ডেফিনিশন গ্রাফিক্স থাকলে বলে অনুমান করা হচ্ছে। দাম ২৭৫০ থেকে ৪২২০ ডলার, নির্ভর করে কি কি অপশন নেয়া হবে তার ওপর। এমাসেই শেষদিকে এটা বাজারে পাওয়া যাবে।
Subscribe to:
Posts (Atom)