উইন্ডোজ মোবাইল নাম পরিবর্তন করে উইন্ডোজ ফোন এবং অন্যান্য ঘোষনাপর্ব শেষ হওয়ার পর এখন অপেক্ষা কখন এই সেট হাতে পাওয়া যাবে। জানা গেছে মাইক্রোসফটের নিজের নামে এই ফোন বাজারে আসবে ২০১১ এর শুরুতে, এবং এটা তৈরী করবে আসুস।
উইন্ডোজ মোবাইলের পর উইন্ডোজ ফোনে একেবারে চমকে দেয়ার মত কিছু নেই। নতুনভাবে শুরু করা আগের কাজটিই করছে তারা। কতটা ভাল কতটা খারাপ সেটাই দেখার।
নর্থইষ্ট সিকিউরিটি বিশ্লেষক অশোক কুমারের মতে মাইক্রোসফটের কাছে আশা অনেককিছু। উইন্ডোজ ফোন সেটা হতে পারে।
যতদুর জানা গেছে এই ফোন টাচস্ক্রিন বার হবে এবং আসুস তৈরী করবে। মাইক্রোসফট কিংবা আসুস কেউ এই তথ্য স্বিকার বা অস্বিকার করেনি।
No comments:
Post a Comment