প্রথম ৪টি ক্যামেরায় ২.৭ ইঞ্চি ডিসপ্লে এবং শেষেরটিতে ৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। সিডাব্লিউ ক্যামেরাগুলি এএ ব্যাটারীতে চলবে, বাকিগুলিতে নিজস্ব লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে। সবগুলি ক্যামেরা এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করবে।
ক্যামেরা ছাড়াও এইচপি দুটি ফ্লাশভিত্তিক ভিডিও ক্যামেরার কথা জানিয়েছে। এদের মধ্যে সবচেয়ে কমদামী ভি-১০২০ এইচ ব্যবহার করে ৭২০পি ভিডিও রেকর্ড করা যাবে। দাম ১১০ ডলার। ভি-৫০৬১ইউ মডেলে ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাভে এতে লিথিয়াম আয়ন এবং এএ দুধরনের ব্যাটারী ব্যবহার করা যাবে। দাম ১৭০ ডলার। এছাড়া ভি-৫৫৬০ইউ মডেলের দাম ২০০ ডলার। এতে ৫এক্স অপটিক্যাল জুম রয়েছে।
No comments:
Post a Comment