এটা তাদের নিনটেনডো ডিএস লাইট নামের বহনযোগ্য গেম কনসোলের পরবর্তী ভার্শন। এর স্ক্রিন আগের চেয়ে বড়। এই ভিউয়িং এঙ্গেলের কারনে একসাথে কয়েকজন ব্যবহার করা যাবে। গেম খেলা এবং ইন্টারনেট ব্যবহারের সাথে বই পড়ার ব্যবস্থা যোগ করা হয়েছে এতে। ফলে গেমারদের বাইরে আরো বেশি মানুষের কাছে পৌছুবে বলে ধারনা করা যায়। ১০০ ক্লাসিক বুক নামের সফটঅয়্যার একে একটি লাইব্রেরীতে পরিনত করবে। সেক্সপিয়ার, জুল ভার্ন, মার্ক টোয়েন, জেন অষ্টিন সহ বিখ্যাত লেখকদের এই সংগ্রহের দাম ২০ ডলার। জুনের ১৪ তারিখ থেকে বিক্রি শুরু হবে।
এরসাথে ওয়াই-ফাই কানেকটিভিটি রয়েছে। ফলে সরাসরি বই ডাউনলোড করা যাবে।
No comments:
Post a Comment