এই পদ্ধতিতে সাধারন সিলিকসকে মাইক্রন আকারের (১ মাইক্রন ১ মিটারের ১০ লক্ষ ভাগের ১ ভাগ) সরু তারে পরিনত করা হয়েছে। তারপর সেটা দিয়ে পলিমার বানানো হয়েছে যা সহজে বাকানো বা ভাজ করা যাবে।
সুর্যের আলো থেকে বিদ্যুত তৈরীর জন্য সোলার সেল ব্যবহার করা হয়। জাপানের সার্প, জার্মানীর কিউ-সেল সহ অনেক কোম্পানী পাতলা ফিল্ম জাতিয় জৈব পদার্থ ব্যবহার করে সোলার সেল তৈরীর চেষ্টা করছে। তাদের পদ্ধতিতে তৈরী সেলের কার্যকারিতা তুলনামুলক কম। বর্তমানের পরীক্ষায় পাওয়া সেলের কার্যকারিতা সেতুলনায় অনেক বেশি।
সিলিকনের তৈরী সেলের একটা বড় সমস্যা হচ্ছে এটা ভঙ্গুর। এনিয়ে আরো গবেষনা প্রয়োজন বলে জানানো হয়েছে।
No comments:
Post a Comment