ফোন থেকে খুব সহজে টুইটার, ফেসবুকের মত সোস্যাল নেটওয়াকিং সাইট ব্যবহার করা যাবে। খুব সহজে ই-মেইল ব্যবহার করা যাবে। এর ডিসপ্লে যথেষ্ট বড়। ৩.৩ ইঞ্চি এমোলিড। বলা হয়েছে এতে কম আলো প্রতিফলিত হবে যার অর্থ ব্রাইটনেস এবং কন্ট্রাষ্ট বেশি পাওয়া যাবে।
এতে ভিডিওর জন্য ডিভএক্স/এক্সভিড কোডেক রয়েছে। ভার্চুয়াল ৫.১ সারাউন্ড সাউন্ডও রয়েছে। ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও ব্যবহার করা যাবে। এতে বিল্টইন মেমোরী রয়েছে ২ এবং ৮ গিগাবাইট, এছাড়া ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরী কার্ড ব্যবহার করা যাবে।
৫ মেগাপিক্সেল ষ্টিল ছবির পাশাপাশি ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে এই ফোনে। ভিডিওর মান যথেষ্ট ভাল বলে দেখা গেছে।
কানেকটিভিটির হিসেবে জিএসএম এর সাথে ডুয়াল ব্যান্ড এইচএসডিপিএ/এইচএসইউপিএ রয়েছে। জিপিএস এবং থ্রিডি ম্যাপসহ স্যাটেলাইট নেভিগেশন সফটঅয়্যার রয়েছে।
বার্সিলোনার মেলায় এসব তথ্য দেয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই এটা বাজারে পাওয়া যাবে।
No comments:
Post a Comment