একসময় অপরাধ প্রমানের জন্য চাক্ষুস সাক্ষি প্রয়োজন হত। সানফ্রান্সিসকোর এক বাসে একজন ভিডিও পাঠালেন এন্থনি হরক-এর কাছে অস্ত্র। ইউটিউবের ভিডিওর প্রমানে বেআইনী অস্ত্র রাখার অপরাধে শাস্তি পেতে হল তাকে।
বিনোদনের ক্ষেত্রে তো কথাই নেই। কোন গানের ভিডিও দেখতে চান ? গানের নাম লিখে সার্চ করাই যথেষ্ট। কোন খবর সম্পর্কে জানতে চান, কোন রাজনৈতিক প্রচারনার পক্ষ-বিপক্ষের কথা শুনতে চান, কোন গুরুত্বপুর্ন খবর জানতে চান, ইউটিউব সেরা যায়গা। সেখানে পাওয়া যাবে না এমন বিষয় নেই।
পাচ বছরের যাত্রায় ইউটিউবের পরিবর্তন হয়েছে অনেকটাই। এর শেয়ার কিনেছে গুগল। হাই ডেফিনিশন ভিডিও চালু হয়েছে। থ্রিডি চালু হতে যাচ্ছে। কদিন আগে এইচটিএমএল৫ সাপোর্ট যোগ করা হয়েছে। ভিডিও ভাড়া দেয়ার ব্যবসা শুরু করতে যাচ্ছে।
আগামীতে নিশ্চয়ই আরো অনেককিছু পাওয়া যাবে সেখান থেকে।
No comments:
Post a Comment