৩য় ফোনটির নাম ভিভাজ প্রো। এতে ফুল কিবোর্ড রয়েছে। এটা চলবে সিমবিয়ান অপারেটিং সিষ্টেমে। এতদিন পর্যন্ত তারা তাদের সেটে সিমবিয়ানই ব্যবহার করে এসেছে। এখন মাইক্রোসফট উইন্ডোজ এবং এন্ড্রয়েড ব্যবহারের দিকে যাচ্ছে।
এক্সপেরিয়া মিনির সাধারন কনফিগারেশন হচ্ছে ২.৫৫ ইঞ্চি টিএফটি টাচস্ত্রিন, ৬০০ মেগাহার্টজ ক্যালকম প্রসেসর, ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, জিওট্যাগিং ইত্যাদি। মিনি প্রো ভার্শনে এরই সাথে স্লাইডিং কিবোর্ড যোগ করা হয়েছে।
কানেকটিভিটির দিক থেকে জিএসএম/এজ, ডুয়াল ব্যান্ড এইচএসডিপিএ এবং এইচএসইউপিএ, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ইত্যাদি রয়েছে। এছাড়া মাইক্রো ইউএসবি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদিও রয়েছে।
ভিভাজ প্রো সেটে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরার সাথে ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং। ৩.২ ইঞ্চি এন-এইচডি ডিসপ্লে, ৭২০ মেগাহার্টজ প্রসেসর, সিমবিয়ান এস৬০ ৫ম ভার্শন ওএস।
এছাড়া কানেকটিভিভিটি হিসেবে জিএসএম/এজ, ট্রাইব্যান্ড এইচএসডিপিএ/এইচএসইউপিএ, ওয়াই-ফাই, ব্লুটুথ, কুইকঅফিস, ইন্টিগ্রেটেড টুইটার, ফেসবুক ইত্যাদি থাকবে।
No comments:
Post a Comment