বহু প্রতিক্ষার পর মাইক্রোসফট তাদের নতুন মোবাইল অপরেটিং সিষ্টেমের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে বার্সিলোনার মেলায়। তারা একে বলছে উইন্ডোজ ফোন ৭ সিরিজ। এবছরই শেষদিকে বাজারে পাওয়া যাবে। তাদের নতুন উইন্ডোজ ফোনকে নতুন অপারেটিং সিষ্টেম হিসেবে দেখা যেতে পারে কারন মোবাইল ফোনের ব্যবহারের বাইরের এর পরিধি অনেক বেশি। যোগাযোগ, গেম, মাল্টিমিডিয়া, অফিস সবকিছুই রয়েছে এতে।
উইন্ডোজ ফোন ৭ এর বিভিন্ন বিষয়কে বলা হচ্ছে হাব। নিজস্ব এবং অনলাইনের বিভিন্ন বিষয়গুলি খুব সহজে এক করে ব্যবহার করা যাবে। একে অনেকটাই সাজানো হয়েছে তাদের জুন মিডিয়া প্লেয়ারের ষ্টাইলে। যার মধ্যে রয়েছে;
ব্যক্তি, সরাসরি কারো সাথে যোগাযোগ সহ সোস্যাল নেটওয়াকিং
ছবি, অনলাইন এবং সেভ করা ছবি
গেম, এক্সবক্স লাইভ সহ অন্যান্য
মিউজিক এবং ভিডিও
মার্কেটপ্লেস, মাইক্রোসফটের দোকান
অফিস, ডকুমেন্ট, নোট, ক্যালেন্ডার এবং অন্যান্য
মাইক্রোসফট তাদের হাব ব্যবহার করে ফেসবুক এবং লাইভ সার্ভিস ইন্টিগ্রেশন দেখিয়েছে তবে ধারনা করা যায় এতে টুইটার এবং অন্যান্যরাও থাকবে। কদিন আগে এডবি নিশ্চিত করেছে উইন্ডোজ ফোন ৭ এ ফ্লাশ প্লেয়ার থাকবে না। তার বিকল্প কি হবে সেকথা মাইক্রোসফট এখনও জানায়নি।
No comments:
Post a Comment