ছবি থেকে থ্রিডি মডেল তৈরীর জন্য অনেক সফটঅয়্যারই রয়েছে। এদের কোন কোনটি সফটঅয়্যারের প্লাগ-ইন হিসেবে ব্যবহার করতে হয়। ফটো-টু-থ্রিডি ওয়েবসাইটে (http://www.photo-to-3d.com/) বিনামুল্যের সফটঅয়্যার পাওয়া যাবে যেখানে দুটি মাত্র ছবি ব্যবহার করে থ্রিডি পাওয়া যাবে। ষ্ট্রাটা ফটো থ্রিডি (http://www.strata.com/products/strata_3d_cx_suite/strata_foto_3d_cx/
) ব্যবহার করে ফটোশপের ভেতর থেকেই থ্রিডি ফরম্যাটে এক্সপোর্ট করা যায়।
শুধু ছবিই না, ভিডিও থেকেও থ্রিডি তৈরী নিয়ে কাজ করছে অনেকে। আপনি ঝড়ের ভিডিও করলেন, তারপর সেটাকেই থ্রিডি এনিমেশনে পরিনত করলেন, এমন সফটঅয়্যার তৈরী করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি (http://www.physorg.com/news177180374.html
কাজেই আপনার কাজ ছবি ভিডিও এবং এনিমেশন নিয়ে হয় তাহলে কাজকে আরো আকর্শনীয় করার জন্য এই সফটঅয়্যারগুলির সাহায্য নিতে পারেন।)।
কাজেই আপনার কাজ ছবি ভিডিও এবং এনিমেশন নিয়ে হয় তাহলে কাজকে আরো আকর্শনীয় করার জন্য এই সফটঅয়্যারগুলির সাহায্য নিতে পারেন।)।
No comments:
Post a Comment