নোকিয়া নিজে এক্স-১০ এর কথা জানায়নি, যতটুকু জানা গেছে তা গুজব। তবে অধিকাংশ সময়ই এই গুজব সত্যে পরিনত হয়। নোকিয়ার এক্স-১০ এর খবর, ভিডিও এবং ছবি প্রকাশ পেয়েছে ইন্টারনেটে। দেখা গেছে একে ফুল কিবোর্ড রয়েছে। নোকিয়ার প্রথম সিমবিয়ান ৩ ব্যবহার করা ফোন এন-৮ এর থাকার কথা ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং। এই ফোনের কিছু বর্ননা তাকেও ছাড়িয়ে গেছে। এমনকি এর রিলিজ হতে পারে এন-৮ এর আগে।
এতে স্লাইড স্লাইডিং ফুল কিবোর্ড রয়েছে। কর্টেক্স এ-৮ ৬০০ মেগাহার্টজ প্রসেসর। ২৫৬ মেগাবাইট র্যাম, সাথে ১৬ অথবা ৩২ গিগাবাইট মেমোরী। কার্ডস্লট থাকবে কিনা নিশ্চিত না।
এতে ৩.২ ইঞ্চি এমোলিড টাচস্ক্রিন ডিসপ্লে থাকবে বলে বলা হয়েছে। অন্যান্যদের মধ্যে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, থ্রিজি, ওয়াইফাই, জিপিএস ইত্যাদি থাকবে।
No comments:
Post a Comment