কানেকটিভিটি হিসেবে এতে এইচএসপিএ ৯০০/২১০০ এবং এজ ৮৫০/৯০০/১৮০০/১৯০০ রয়েছে। এছাড়া ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, ওয়াইফাই, জিপিএস ইত্যাদি রয়েছে।
এতে ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, ভিডিও রেকর্ডিং, জিও ট্যাগিং, ফটো এবং ভিডিও লাইট ইত্যাদি সুবিধে রয়েছে। এটা থেকে সরাসরি ইউটিউব এবং অন্যান্য মিউজিক ষ্টোরের সাথে যোগাযোগ করা যাবে।
এরসাথে ব্যবহারের জন্য পোর্টেবল ষ্টেরিও স্পিকার MS450 এবং হেডফোন MH810 রয়েছে। এছাড়া ৩.৫ মিমি ষ্ট্যান্ডার্ড জ্যাক ব্যবহার করে অন্য হেডসেট বা স্পিকার ব্যাবহার করা যাবে।
এর অপারেটিং সিষ্টেম এন্ড্রয়েড। এবছরের মাঝামাঝি বাজারে পাওয়া যাবে।
No comments:
Post a Comment