২০০৯ সালে ইউরোপে ক্যামেরা বিক্রির তালিকার শীর্ষে অবস্থান করছে নাইকনের কুলপিক্স এস-২২০ মডেলের কমপ্যাক্ট ক্যামেরা। জার্মানীর বাজার পর্যবেক্ষন সংস্থা জিএফকে এই তথ্য দিয়েছে। এই ক্যামেরা বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৭ লক্ষ। নাইকন এই তথ্যের প্রেক্ষিতে জানিয়েছে তারা এই ক্যামেরা ডিজাইন করার সময় মান এবং ডিজাইন দুদিকেই দৃষ্টি দিয়েছেন। অল্প দামের মধ্যে এই ক্যামেরাটি আকারে ছোট, দেখতে আকর্ষনীয় এবং এর ছবির মান ভাল।
১০ মেগাপিক্সেল সেন্সরের এই ক্যামেরায় রয়েছে নিকর ব্রান্ড ৩এক্স অপটিক্যাল জুম লেন্স, অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ২.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এতে ৪৪ মেগাবাইট ইন্টারনাল মেমোরীর পাশাপাশি এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে। নিজস্ব লিথিয়াম আয়ন ব্যাটারীতে এক চার্জে ১৮০ ছবি (সিআইপিএ) উঠানো যাবে। ক্যামেরাটির দাম ১১০ ডলার। বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন রঙে ক্যামেরাটি পাওয়া যায়।
No comments:
Post a Comment