এই লেন্সের বিশেষ বৈশিষ্ট হচ্ছে অন্য কোন কোম্পানী সনি এবং পেনট্যাক্সের জন্য ষ্ট্যাবিলাইজড লেন্স তৈরী করেনা। বিষয়টি কিছুটা অবাক করতে পারে কারন সনি এবং পেনট্যাক্স দুজনেরই ইন-বডি ষ্ট্যাবিলাইজেশনের ব্যবস্থা রয়েছে। দুধরনের ষ্ট্যাবিলাইজেশন ব্যবস্থারই নিজস্ব ভালো এবং মন্দ উভয় দিক রয়েছে। নতুন এই ব্যবস্থা ফটোগ্রাফারদের অতিরিক্স সুবিধে দেবে বলে ধরে নেয়া যায়।
এই লেন্সের দাম ৬২০ ডলার।
No comments:
Post a Comment