স্যামসাং মন্টে তাদের এস-সিরিজের ফোন। এতে ফেসবুক এবং মাইস্পেস থাকবে। এছাড়া টুইটার, বেবো এবং অন্যান্য মেসেজিং নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ থাকবে।
এতে ৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। জিপিএস রিসিভার রয়েছে যেখানে গুগল ল্যাটিচুড ব্যবহার করে ম্যাপে আপনার অবস্থান জানানো যাবে। এছাড়া এতে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
ইমেইল এবং কম্পিউটারের সাথে তথ্য আদান-প্রদানের জন্য একটিভ সিংক এবং গুগল সিংক দুটি সফটঅয়্যারও রয়েছে।
এলজি-জিডি৮৮০ মিনি সরাসরি ফেসবুক এবং টুইটারের সাথে কানেক্ট হবে। এছাড়া বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কের আপডেট সরাসরি পাওয়া যাবে।
এতে রয়েছে ৩.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, জিপিএস রিসিভার এবং থ্রিজি কানেকটিভিটি।
এলজি সেট মার্চে বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে, স্যামসাং এখনও সময় জানায়নি। সেটগুলির দাম এখনও জানানো হয়নি।
No comments:
Post a Comment