ইউটিউব বহু আগে থেকেই পর্নগ্রাফিসহ সহিংসতা এবং আপত্তিকর ভিডিওর বিপক্ষে। সেফটি মোড আরেকটি পদক্ষেপ। পুরোপুরি বন্ধ করা হচ্ছে না কারন অনেকসময় সহিংসতার ভিডিও গুরুত্বপুর্ন খবরের অংশ। যেমন সহিংস আন্দোলন কিংবা যুদ্ধের ভিডিও।
ইউটিউবের সাথে সম্পর্কিত অন্যান্য লিংকের জন্যও এই ফিল্টার কাজ করবে। যেমন রিলেটেড ভিডিও, ফিচার ভিডিও, মোষ্ট ভিউড ইত্যাদি। তবে ইউটিউব এর সীমাবদ্ধতার কথা স্বিকার করে জানিয়েছে সেফটি মোড পুরোপুরি কাজ করবে এমন কথা নেই। কোন ফিল্টারই শতভাগ সাফল্য দেয় না, এটাই তাদের বক্তব্য।
No comments:
Post a Comment