February 19, 2010

গুগলের বিরুদ্ধে একজোট মাইক্রোসফট-ইয়াহু Yahoo-Microsoft deal set, taking aim at Google

দীর্ঘ্য আলোচিত মাইক্রোসফট-ইয়াহু জোটে আর কোন সমস্যা নেই। আমেরিকা এবং ইউরোপের অনুমোদন মিলেছে। কয়েক বছর ধরে আলোচনা এবং ৭ মাস আগে আবেদনের পর গতকাল সরকারীভাবে এই ঘোষনা দেয়া হয়েছে।
মাইক্রোসফট ২০০৬ সালে প্রথম ইয়াহুর সাথে কাজ করার প্রস্তাব দেয়। ২০০৭ সালে ৪৭৫০ ডলারে পুরো ইয়াহু কিনতে চেষ্টা করে। সেই চেষ্টা ব্যর্থ হলে ইয়াহুর শেয়ারের দাম অস্বাভাবিক কমে যায়। এখন ইয়াহু মাইক্রোসফটের সাথে কাজ করে ব্যবসা পুনরুদ্ধারের চেষ্টা করার সুযোগ পেল। ইন্টারনেট সার্চ এবং বিজ্ঞাপনের বিশাল ব্যবসায় গুগলের আধিপত্যে ভাগ বসানোই তাদের লক্ষ্য।
বর্তমানে বাজারের তিন-চতুর্থাংশ গুগলের দখলে। ইয়াহুর অংশ ৭.৪ ভাগ, চীনের বাইডুর ৭ ভাগ এবং মাইক্রোসফটের ৩.২ ভাগ।
মাইক্রোসফটের সাথে ইয়াহুর এই চুক্তি ১০ বছরের। এই চুক্তি থেকে ইয়াহু বেশি লাভবান হবে বলে বলা হয়েছে। কারন প্রথম ৫ বছরে তারা পাবে সার্চভিত্তিক বিজ্ঞাপনের আয়ের ৮৮ ভাগ। খরচের অধিকাংশ বহন করবে মাইক্রোসফট। ইয়াহুর ধারনা এরফলে তাদের বার্ষিক লাভ ৫০ কোটি ডলারে পৌছুবে। শুরুতে ইয়াহু মাইক্রোসফটের কাছ থেকে ১৫ কোটি ডলার পাবে।
এছাড়াও ইয়াহুর প্রায় ১৪ হাজার কর্মীর ৪০০ জন মাইক্রোসফটের হয়ে কাজ করবে।
একসময় ইয়াহু-গুগল একসাথে কাজ করার বিষয় নিয়ে মাইক্রোসফট আপত্তি করে। বর্তমান চুক্তিতে গুগল কোনধরনের আপত্তি জানায়নি।

No comments:

Post a Comment