অনেকদিন ধরেই গুগলের ইমেইল ব্যবস্থা জি-মেইলে নানারকম পরীক্ষ-নিরীক্ষা করা হচ্ছে। অনেক সময়ই ব্যবহারকারীকে বলে দেয়া হয় তাদের নিজদায়িত্বে সেগুলি ব্যবহার করতে। কার সেই পরিবর্তনগুলি যেকোনসময় উধাও হয়ে যেতে পারে। জিমেইল ল্যাব নামের এই পরীক্ষাগারে নতুন ৬টি ফিচার যোগ করা হয়েছে। এগুলে হচ্ছে· গুগল সার্চ বক্সে সার্চ অটো কমপ্লিট
· লেবেল সার্চির এর জন্য কিবোর্ড শর্টকাট, গো টু লেবেল
· এটাচমেন্ট ভুলে গেলে মনে করিয়ে দেবার জন্য ফরগটন এটাচমেন্ট ডিটেকটর
· ইনবক্সে ইউটিউব ভিডিও দেখার জন্য ইউটিউব প্রিভিউ
· লেবেলের রং পরিবর্তনের জন্য কাষ্টম লেবেল কালার
· ছুটির দিন মনে করিয়ে দেবার জন্য ভ্যাকেশন ডেট
জিমেইল ল্যাবে কি নিয়ে কাজ করা হচ্ছে যদি জানতে চান অথবা ব্যবহার করতে চান তাহলে জিমেইলে সেটিং থেকে ল্যাব সিলেক্ট করুন। এই ফিচারগুলি ছাড়াও আগের বহু ফিচার রয়েছে যার কোনটি আপনার পছন্দ হতে পারে।
No comments:
Post a Comment