বর্তমানে প্রায় সব ধরনের মোবাইল ফোনেই গুগল ম্যাপ ব্যবহার করা যায় কিন্তু গুগল আর্থ ব্যবহার সেতুলনায় বিরল। আইফোন ব্যবহারকারীরা বেশকিছুদিন ধরেই এটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এখন এন্ড্রয়েড ভিত্তিক গুগল ফোনেও এটা ব্যবহার করা যাবে। গুগল মার্কেটে তাদের নেক্সাস ওয়ানের সাথে ব্যবহারের জন্য এটা দেয়া হচ্ছে।
গুগল আর্থ ডেস্কটপ ভার্শনে যাকিছু রয়েছে তার সবই পাওয়া যাবে এতে, জুম করা, থ্রিডি ভিউ সহ। লোকাল সার্চ, ভয়েস সার্চ এসবও ব্যবহার করা যাবে। এছাড়াও নির্দিষ্ট যায়গার ছবি খোজা, বিশেষ যায়গার ব্যবসার খোজ করা, নির্দিষ্ট যায়গার জন্য উইকিপিডিয়ার তথ্য খোজা এসব কাজও করা যাবে।
No comments:
Post a Comment