গতবছর গুগলের ব্যবহার কমেছে আগের বছরের তুলনায় ১.৮ ভাগ আর একই সময়ে বাইডুর ব্যবহার বেড়েছে ২.৮ ভাগ।
এই মুহুর্তে গুগলের চীনে থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইন্টারনেট সেন্সরশীপের কারনে গতমাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে গুগল এবং এবিষয়ে চীন সরকারের সাথে তাদের আলোচনা চলছে বলে জানিয়েছে তারা। তাদেরকে চীন সরকারের কিছু বিধিনিষেধ মেনে সেখানে কাজ করতে হয়। যেমন দালাই লামা সম্পর্কিত সার্চ রেজাল্ট গোপন করতে হয়।
বাইডুর ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে তাদের নিজেদের দেশের মধ্যে। চীনের হিসেব অনুযায়ী গতবছর শেষ ৬ মাসে ৩৪ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেছে।
চীনের আলিবাবা গ্রুপের নিয়ন্ত্রিত চায়না ইয়াহু আগের চেয়ে পিছিয়ে পরেছে গতবছর। গতবছরের তুলনায় ১ ভাগ কমে এখন তাদের ব্যবহারের পরিমান দাড়িয়েছে ০.৩ ভাগে।
গতবছর মাইক্রোসফটের বিং ব্যবহৃত হয়েছে ০.৪ ভাগ। অন্যান্য যায়গায় এর ব্যবহার বাড়লেও চীনে তার প্রভাব পড়েনি।
গবেষকদের মতে এবছর চীনের সার্চ ইঞ্জিনের বাজার দাড়াবে ১৪৬ কোটি ডলারের।
No comments:
Post a Comment