এবছর জুনের মধ্যেই সরকার নিয়ন্ত্রীত টেলিটক সহ মোট চারজন মোবাইল অপারেটরকে থ্রিজি লাইসেন্স দেয়া হবে বলে জানানো হয়েছে বিটিআরসির পক্ষ থেকে। লাইসেন্স দেয়ার প্রক্রিয়ায় সকলেই অংশ নিতে পারবে এবং অপারেটরের মান যাচাই করে লাইসেন্স দেয়া হবে বলেও জানানো হয়েছে। দেশের বর্তমান মোবাইল অপারেটর ছাড়াও নতুন বিদেশী অপারেটরের অংশগ্রহনও বিটিআরসির পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গত তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের ডিসেম্বরে থ্রিজি লাইসেন্স দেয়ার কথা জানিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন কারনে তা পিছিয়ে যায়। একসময় আলোচনার বাইরে চলে যায়।
সারা বিশ্বে দ্রুতগতির ইন্টারনেট সংযোগর জন্য থ্রিজি এবং ওয়াইফাই ব্যবহৃত হলেও বাংলাদেশে এইদুটি সার্ভিস নেই। তবে ওয়াইম্যাক্স চালু হয়েছে কয়েকমাস আগে।
No comments:
Post a Comment