BDP-S470 তাদের সাম্প্রতিকতম পন্য। এটা ষ্ট্যান্ড-এলোন ব্লু-রে থ্রিডি প্লেয়ার। এতে শুধু ব্লু-রে থ্রিডি ব্যবহার করা যাবে তা-ই না, আরো নতুন প্রযুক্তি যোগ করেছে সনি। এটা ব্রডব্যান্ড ইন্টারনেটের সাথে কানেক্ট করা যাবে এবং সাথেসাথে অনলাইনে মুভি, ভিডিও, মিউজিক ইত্যাদি ডাউনলোড করা যাবে। ভিডিও অন ডিমান্ড, ইউটিউব, ইন্টারনেট রেডিও থেকে শুরু করে নেটফ্লিক্স, আমাজন সবই ব্যবহার করা যাবে এথেকে। এছাড়া সনি পিকচার, সনি মিউজিক, ২৫ এর ওপর ব্রাভিয়া ইন্টারনেট ভিডিও ব্যবহার করা যাবে। এই কাজগুলির জন্য যেহেতু আইফোনের সফটঅয়্যার রয়েছে সেহেতু আইফোন কিংবা আইপড দিয়ে এটা নিয়ন্ত্রন করা যাবে।
এর দাম আশ্চর্য্যজনক কম। মাত্র ২০০ ডলার।
No comments:
Post a Comment