থ্রিডি ভিডিও কি জানার জন্য জেমস ক্যামেরনের অবতার মুভিই যথেষ্ট। এটা তৈরীর জন্য বিশেষ ধরনের ক্যামেরা তৈরী করতে হয়েছিল তাকে। এরপরই থ্রিডি ক্যামেরা তৈরীর কাজ চলে আসছে। বাজারে সাধারনের ব্যবহার উপযোগি ফুজিফিল্মের ক্যামেরা পাওয়া যায়। প্যানাসনিক প্রোটোটাইপ দেখিয়েছে থ্রিডি ফুল হাই ডেফিনিশন প্রফেশনাল ভিডিও ক্যামেরার। সেই ক্যামেরার প্রি-অর্ডার নেয়া শুরু করেছে তারা। এবছরই তারা বাজারে ছাড়তে শুরু করবে।দুই লেন্স বিশিষ্ট এই ক্যামেরায় এসডি/এসডিএইচসি কার্ডে ভিডিও রেকর্ড হবে। এথেকে ধরে নিতে পারেন ভিডিও রেকর্ড হবে একসাথে দুটি। ব্যবহারকারীকে তা নিয়ে মাথা ঘামাতে হবে না কারন এদেরকে একসাথে করার কাজ করবে ক্যামেরা নিজেই। বর্তমান প্রচলিত প্রযুক্তিতে যা করতে হয় বহু পরিশ্রম করে। এছাড়াও পি-২ মিডিয়া ষ্টোরেজ ইউনিট এবং পি-২ কার্ড নামে নতুন একটি ব্যবস্থার কথাও জানিয়েছে প্যানাসনিক। AG-MSU10 নামের এই মিডিয়া ষ্টোরেজ ডিভাইস অক্টোবরে পাওয়া যাবে, এর দাম ২৫০০ ডলার। কার্ড পাওয়া যাবে এপ্রিল থেকেই, দাম ৩৫০ ডলার।
ক্যামেরার প্রসংগে আসা যাক। এটা কেনার অর্ডার দিতে অফেরতযোগ্য ১০০০ ডলার অগ্রিম দিতে হবে। ক্যামেরার দাম ২১,০০০ ডলার।
No comments:
Post a Comment