পিউমা নামটি হয়ত আপনার পরিচিত খেলার জুতা এবং জামাকাপড়ের কারনে। স্পোর্টস সু এবং জামাকাপড়ের পাশাপাশি এখন তাদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগও পাবেন। পিউমা ফোন নামে তাদের একটি মোবাইল ফোন বাজারে আসতে যাচ্ছে ১ সপ্তাহের মধ্যে। এতে সোলার প্যানেল রয়েছে এবং খেলোয়ারদের জন্য নানারকম সুবিধে।সেটের পেছনদিকে সোলার মিটার নামে সোলার প্যানেল রয়েছে। জিপিএস রিসিভার যদি যথেষ্ট না হয় সেজন্য রয়েছে বাইক ট্রাকার এবং রান ট্রাকার। ব্যয়ামের জন্য সাইকেল চালনা কিংবা দৌড়ের সময় এগুলি কাজে লাগানো যাবে।
খেলা নিয়েই সবকিছু এটা ধরে নেবেন না। এতে রয়েছে ভিডিও চ্যাটিং সুবিধা (সম্ভবত থ্রিজি), পিউমা আইকন ম্যাসেজিং নামে একধরনের চ্যাট ক্লায়েন্ট, মিউজিক টার্নটেবল ইত্যাদিও রয়েছে।
বার্সিরোনা মেলায় এর বিস্তারিত জানা যাবে।
No comments:
Post a Comment